কলকাতা: ক্যানসার রোগীর জন্য চুল দান করার খবর নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এবার ক্যানসার রোগীদের উইগ তৈরি করতে একঢাল চুল দান করলেন ওড়িশার এক কলেজ ছাত্রী। নাম শ্রুতি স্বপ্না মাইতি।
শ্রুতি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বারিপদা শহরের বাসিন্দা। সেখানকারই এমপিসি কলেজে পড়েন তিনি। তিনি যখন দ্বাদশ শ্রেণিতে পড়েন তখন তাঁর এক বন্ধুর মা ক্যানসারে আক্রান্ত হন। কেমোথেরাপি নেওয়ার সময় সেই মহিলার মাথার সব চুল উঠে যায়। তা দেখেছিলেন শ্রুতি। তিনি তখন কীভাবে ভেঙে পড়েছিলেন, তা শ্রুতি প্রত্যক্ষ করেছিলেন। তাঁর জন্য পরচুলের সংগ্রহ করার ইচ্ছা থাকলেও তা শ্রুতির পক্ষে সম্ভব হয়নি। তাই কলেজে পড়ার সময় অনেয এক ক্যানসার রোগীর সাহায্যার্থে এগিয়ে এলেন তিনি। ক্যানসার আক্রান্তের খবর পেয়ে বিউটি পার্লারে গিয়ে নিজের মাথার সব চুল কামিয়ে ফেলেন শ্রুতি। পরে তাই দিয়ে ক্যানসার রোগীর মাথায় উইগ তৈরি করা হবে।
ন্যাড়া হয়ে লজ্জা তো তিনি পাননিই উলটে গর্বিত তিনি। শ্রুতি বলেন, তাঁর তো কয়েক মাস পরে ফের চুল গজাবে। কিন্তু একজন ক্যানসার রোগীর মাথায় তো আর চুল গজাবে না। তাই সেই সব মানুষের জন্য এটুকু মানবিকতা দেখানো শ্রুতির কাছে গর্বের। তাঁর মতে, সৌন্দর্য্য যাবে আসবে, কিন্তু মানবিকতা রয়ে যাবে। শুধু চুল দানই নয়, মরণোত্তর দেহদানের সিদ্ধান্তও নিয়েছেন শ্রুতি। এছাড়া তিনি নিয়মিত রক্তদানও করেন। সমাজসেবাকে নিয়ের জীবনের অন্যতম লক্ষ্য করে নিয়েছেন শ্রুতি।