‘নতুন’ করোনাভাইরাস সর্তকতা, ব্রিটেন থেকে ভারতে আসার বিমান বাতিল

৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে আসার সমস্ত বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।

নয়াদিল্লি: এ যেন গোদের ওপর বিষফোঁড়া! করোনাভাইরাস পরিস্থিতি এখনো সম্পূর্ণ সামাল দেওয়া সম্ভব হয়নি, এরই মাঝে নতুন প্রজাতির করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়লো বিশ্বজুড়ে। এর ফলে ফের একবার বিমান পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিতে হলো কেন্দ্রীয় সরকারকে। নতুন প্রজাতির করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ব্রিটেন, ইতালি ইউরোপের একাধিক দেশে। তাই আপাতত ব্রিটেন থেকে ভারতে আসা সমস্ত বিমান পরিষেবা বাতিল করল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে আসার সমস্ত বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।

ভারত একা নয়, নতুন প্রজাতির করোনা ভাইরাস সংক্রমণের কথা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবসহ, তুরস্কও ব্রিটেন এবং ইতালি সহ একাধিক দেশের বিমান পরিষেবা বাতিল করেছে। বৃটেনের বিমান পরিষেবা নিষিদ্ধ করার তালিকায় রয়েছে বেলজিয়াম, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের মত দেশ। প্রসঙ্গত, ব্রিটেনে যে নতুন ধরনের করোনাভাইরাসের সন্ধান মিলেছে তা বর্তমান করোনাভাইরাসের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক! তবে বিজ্ঞানী এবং গবেষকদের দাবি, করোনাভাইরাসের নতুন প্রজাতি খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। কারণ অনেক আগে থেকেই অনুমান করা সম্ভব হয়েছিল যে এই ভাইরাস বিভিন্ন প্রজাতির উদ্ভাবক হতে পারে। তাই আপাতত প্রবল সর্তকতা অবলম্বন করায় একমাত্র উপায় বলে জানানো হয়েছে। 

করোনাভাইরাসের নতুন সংক্রমণ নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, সরকার সমস্ত বিষয় নিয়ে সব সময় সতর্ক। এই খবরে ভীত হওয়ার কোনো কারণ হয়নি দেশবাসীর। এই পুরো বিষয়টিকে কল্পনার আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। দেশের সকল মানুষকে বার্তা দিয়েছেন শুধু শুধু পুরোটা না জেনে অযথা প্যানিক না করতে। একই সঙ্গে তিনি এটাও জানান, বিগত এক বছর ধরে করোনাভাইরাস পরিস্থিতি সামলানোর জন্য কেন্দ্রীয় সরকার রাতদিন এক করে কাজ করছে। সুতরাং ভয় পাওয়ার কোনও কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =