কলকাতা: প্রার্থী তালিকা ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীরা। এবারের তালিকায় নতুন চমক দুই টলি নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। নাম ঘোষণার পরেই নিজের কেন্দ্র যাদবপুরে দেওয়াল লিখতে দেখা গিয়েছিল মিমিকে।
বৃহস্পতিবার, প্রচারে নেমে পড়লেন বসিরহাট কেন্দ্রের প্রার্থী নুসরত। এদিন মধ্যমগ্রামের তৃণমূল কার্যালয়ে যান তিনি। কথা বলেন উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। আলাপ করেন দলীয় কর্মীদের সঙ্গেও। একই দিনে তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বীরভূমের কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।
সকালে বেশ কয়েকজন তৃণমূল কর্মী, সমর্থককে সঙ্গে নিয়ে তারাপীঠ মন্দিরে যান তিনি। পুজো শেষে জানান, জয় বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। শতাব্দী রায়ের সমর্থনে সকাল থেকেই এলাকায় প্রচার শুরু হয়। দুবরাজপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান পীযূষ পাণ্ডের নেতৃত্বে তৃণমূল কর্মীরা প্রচার করেন।