নয়াদিল্লি: কেন্দ্র যে নতুন কৃষি আইন প্রবর্তন করেছে তা নিয়ে দেশজুড়ে শোরগোল। দেশের একাধিক প্রান্তের কৃষকরা আন্দোলনে নেমেছেন। তাদের একটাই দাবি সরকার তাদের সঙ্গে এই আইন নিয়ে আলোচনা করবে এবং তা প্রত্যাহার করতে হবে। যদিও কেন্দ্রীয় সরকার এই নতুন কৃষি আইন নিয়ে নিজেদের সিদ্ধান্তে একেবারেই অনড়। বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এই কৃষি আইন মূলত কৃষকদের সুবিধাই দেবে। যদিও কোন কৃষক সংগঠন এটা মানতে রাজি নয়। এই চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপির বর্ষিয়ান নেতা রাজনাথ সিং। রাজধানীতে এক জনসভায় তিনি দাবি করলেন, এই আইনকে এক বছর সময় দিন, কার্যকরী না হলে কৃষি আইন সংশোধন করতে প্রস্তুত সরকার।
রাজধানী দিল্লিতে এক জনসভায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট ভাবে বললেন, কেন্দ্রীয় সরকার যে নতুন কৃষি আইন এনেছে তাকে অন্তত এক বছর সময় দিতে হবে। এই আইন যদি কৃষকদের সুবিধা না দেয় বা তাদের জন্য কোনরকম সমস্যা তৈরি করে তাহলে এই আইন সম্পর্কে উপযুক্ত সংশোধন পদ্ধতি অবলম্বন করবে কেন্দ্রীয় সরকার। এককথায় কেন্দ্র এই আইন সংশোধন করতে প্রস্তুত বলে দাবি করলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা দেশের প্রতিরক্ষা মন্ত্রী।
একই সঙ্গে এই জনসভা থেকে তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা কৃষক বিরোধী হতে পারে। যারা আজ রাস্তায় বসে ধরনা দিচ্ছেন তারা প্রত্যেকে কৃষক এবং কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাদের সরকার সম্মান করে বলে জানান রাজনাথ। একই সঙ্গে তিনি এও বার্তা দেন, কৃষি আইন নিয়ে সাধারণ কৃষকদের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করানো হয়েছে, যার জন্য এত বেশি বিতর্ক তৈরি হচ্ছে।