কংগ্রেসের সঙ্গে যৌথ প্রচারে ‘না’ সিপিএমের

কলকাতা: রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হলেও তাদের নিয়ে কেন্দ্রীয়ভাবে যৌথ নির্বাচনী প্রচার করবে না সিপিএম। তবে বিভিন্ন কেন্দ্রে স্থানীয়স্তরে কংগ্রেসের সঙ্গেই যৌথভাবে বিজেপি এবং তৃণমূল বিরোধী প্রচারাভিযান চালাবেন সংশ্লিষ্ট সিপিএম প্রার্থীরা। কংগ্রেসের সঙ্গে সখ্যের প্রশ্নে যাবতীয় বিতর্ক এড়িয়ে যেতেই এই পরিকল্পনা করা হয়েছে। সিপিএম সূত্রে এ খবর জানা গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের

কংগ্রেসের সঙ্গে যৌথ প্রচারে ‘না’ সিপিএমের

কলকাতা: রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হলেও তাদের নিয়ে কেন্দ্রীয়ভাবে যৌথ নির্বাচনী প্রচার করবে না সিপিএম। তবে বিভিন্ন কেন্দ্রে স্থানীয়স্তরে কংগ্রেসের সঙ্গেই যৌথভাবে বিজেপি এবং তৃণমূল বিরোধী প্রচারাভিযান চালাবেন সংশ্লিষ্ট সিপিএম প্রার্থীরা।

কংগ্রেসের সঙ্গে সখ্যের প্রশ্নে যাবতীয় বিতর্ক এড়িয়ে যেতেই এই পরিকল্পনা করা হয়েছে। সিপিএম সূত্রে এ খবর জানা গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে, প্রকাশ্যে তা স্বীকারই করেন না সিপিএমের কেন্দ্রীয় নেতারা। অথচ গত প্রায় এক বছর ধরে সিপিএমের প্রায় সবকটি পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা ছিল এটিই।

অর্থাৎ সিপিএম-কংগ্রেস জোট। দলের সাম্প্রতিক কেন্দ্রীয় কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়টিতে সম্মতি দিয়েছে সিপিএমের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। কিন্তু সেখানে বলা হয়েছে, রাজ্যে কংগ্রেসের জেতা চারটি আসনে যেমন সিপিএম প্রার্থী দেবে না, তেমনই সিপিএমের জেতা দুটি আসনেও প্রার্থী দেওয়া উচিত নয় কংগ্রেসের (মিউচুয়াল কনটেস্ট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =