প্রিয়াঙ্কাকে ‘পাপ্পি’ বলে বিতর্ক বাড়ালেন দেশের সংস্কৃতি মন্ত্রী

সিকান্দ্রাবাদ: লোকসভা ভোটের প্রচার শুরু করতেই প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করল বিজেপি৷ সোমবার প্রিঙ্কাকে ‘পাপ্পি’ বলে বিতর্কে জড়ালেন দেশের সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা৷ উত্তর প্রদেশের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মার কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আক্রমণ করেন৷ চলতি বছরের শুরুতেই এই মন্ত্রী বলেছিলেন, এই ‘দেশের কন্যা’দের বিরুদ্ধে বিজেপি বা প্রধানমন্ত্রী

প্রিয়াঙ্কাকে ‘পাপ্পি’ বলে বিতর্ক বাড়ালেন দেশের সংস্কৃতি মন্ত্রী

সিকান্দ্রাবাদ: লোকসভা ভোটের প্রচার শুরু করতেই প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করল বিজেপি৷ সোমবার প্রিঙ্কাকে ‘পাপ্পি’ বলে বিতর্কে জড়ালেন দেশের সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা৷

উত্তর প্রদেশের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মার কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আক্রমণ করেন৷ চলতি বছরের শুরুতেই এই মন্ত্রী বলেছিলেন, এই ‘দেশের কন্যা’দের বিরুদ্ধে বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কোনও রকম অপমানজনক বক্তব্য সমর্থন করেন না৷ কিন্তু, এহেন মন্তব্য করা মন্ত্রীর মুখে শোনা গেল অন্য সুর৷ দিল্লির কাছে সিকান্দ্রাবাদে ভাষণ দেওয়ার সময় দেশের সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে ‘পাপ্পি’ বলে উল্লেখ করেছেন৷ মহেশ শর্মা বলেছেন, “পাপ্পু বলেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান। তাই মায়াবতী, অখিলেশ যাদব, পাপ্পু ও এখন আবার পাপ্পুর পাপ্পিও মেনে পড়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 1 =