গোয়া: মুখ্যমন্ত্রীর প্রয়ানের ২৪ ঘণ্টার মধ্যেই পারিক্করের চেয়ারে বসলেন নয়া মুখ্যমন্ত্রী৷ সোমবার রাত দুটোয় গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির প্রমোদ সাওয়ন্ত৷ তাঁর সঙ্গে শপথ নিয়েছেন বিজেপি ছাড়াও জোট শরিক এমজিপি আর জিএফপির ১১ জন মন্ত্রীও৷
তাঁদের মধ্যে আছেন দুই নির্দল বিধায়কও। প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের অন্ত্যেষ্টির পাশাপাশি দিনভর বিজেপির নেতারা জোট শরিকদের ঠান্ডা করার চেষ্টা চালিয়ে যান। শপথের সময় ঘোষণা করা হলেও দুইবার তা পাল্টাতে হয়। অবশেষে রফা হয়, দুই শরিকের দুইজনকে উপমুখ্যমন্ত্রী করা হবে। সোমবারই শপথ নেন তাঁরা। তাঁরা হলেন গোয়া ফরওয়ার্ড পার্টির বিজয় সরদেশাই আর মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সুদিন দাভেলিকর। শপথ নেওয়ার আগে প্রমোদ স্পিকারপদে পদত্যাগ করেছেন। তাঁকে বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ করতে হবে।