ফের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ চিন সেনার! হেফাজতে নিল জওয়ানরা

তাকে ইতি মধ্যেই হেফাজতে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যদিও পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

নয়াদিল্লি: লাদাখ সীমান্তে ভারত এবং চিনের সেনাবাহিনীর সংঘর্ষের বহু দিন কেটে গেলেও এখনো রফা সূত্র মেলেনি এই ইস্যুতে। উত্তেজনার পারদ আরো চড়েছে যখন সাম্প্রতিক সময়ে চিনের নতুন বেস ক্যাম্পের ছবি ধরা পড়েছে লাদাখ সীমান্তে। এবার ফের একবার অনুপ্রবেশের ঘটনা ঘটলো। জানা গিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল এক চিনা সেনা। তাকে ইতি মধ্যেই হেফাজতে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যদিও পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সেনা সূত্রে খবর, প্যাংগং সো লেকের দক্ষিণ দিকের এলাকায় এই চিনা সেনাকে পাকড়াও করা হয়েছে। ইতিমধ্যে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। অনুমান করা হচ্ছে, ওই সেনা রাস্তা ভুলে গিয়ে ভারতীয় ভূখণ্ড ভুল করে পার করে ফেলেছেন। জিজ্ঞাসাবাদের পরে তাকে নিজের দেশে ফিরিয়ে দেওয়া হবে বলে সেনা সূত্র খবর মিলছে। তবে সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েই তাকে চিনের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারত-চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের নতুন ক্যাম্পের ছবি ধরা পড়েছিল। যা নিয়ে ফের আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। 

তাৎপর্যপূর্ণ ব্যাপার, কিছুদিন আগেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সবকিছুর জন্য প্রস্তুত থাকতে কারণ যে কোনও সেকেন্ডে ভারতের সঙ্গে যুদ্ধ লাগতে পারে দেশের। তার ঠিক কিছুদিন আগেই চিনের নতুন ক্যাম্পের ছবি ধরা পড়েছিল সীমান্তে। আর এবার ফের একবার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ ঘটলো চিন সেনার। উল্লেখ্য, প্যাংগং লেকের দক্ষিণ কৈলাস রেঞ্জের নিচে নতুন বেস ক্যাম্প তৈরি করেছে চিনের সেনা বাহিনী। এতদিন উপগ্রহ চিত্র দেখা গেলেও এবার সেখানে চিনের সেনা ক্যাম্পের নতুন ছবি দেখা যাওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে আরো বেশি করে। সবচেয়ে আশঙ্কার ব্যাপার, গতবছর অগাস্ট মাসে এই এলাকা দখল এখানে ভারত। আপাতত তিব্বত লাগোয়া মলডো গ্যাসরিন এবং স্প্যাঙ্গুর গ্যাপ এলাকা ভারতের দখলে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =