অভাবের তাড়নায় আত্মঘাতী শিক্ষিকা, দেহ সৎকার নিয়ে তৈরি হল সমস্যা

আগরতলা: আত্মঘাতী শিক্ষিকার দেহ সৎকার করতে না দেওয়ার অভিযোগ উঠল বিপ্লব দেব সরকারের প্রশাসনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার আগরতলায়। জানা গিয়েছে ময়নাতদন্তের পর ওই শিক্ষিকার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। তাঁর সহকর্মী শিক্ষক-শিক্ষিকারা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি মেলেনি। এর প্রতিবাদে রবিবার দুপুরে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে সিটি সেন্টারে টানা তিন ঘণ্টা বিক্ষোভ দেখায় শতাধিক শিক্ষক ও শিক্ষিকা। পথ অবরোধও করেন তাঁরা।

আগরতলা: আত্মঘাতী শিক্ষিকার দেহ সৎকার করতে না দেওয়ার অভিযোগ উঠল বিপ্লব দেব সরকারের প্রশাসনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার আগরতলায়। জানা গিয়েছে ময়নাতদন্তের পর ওই শিক্ষিকার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। তাঁর সহকর্মী শিক্ষক-শিক্ষিকারা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি মেলেনি। এর প্রতিবাদে রবিবার দুপুরে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে সিটি সেন্টারে টানা তিন ঘণ্টা বিক্ষোভ দেখায় শতাধিক শিক্ষক ও শিক্ষিকা। পথ অবরোধও করেন তাঁরা।

ঘটনাটি ঘটেছে শনিবার। সেদিন আত্মঘাতী হন শিক্ষিকা রুমি দেববর্মা। চাকরীচ্যুত হয়েছিলেন তিনি। ত্রিপুরার খোয়াই আমপুরার নক্ষত্রবাড়িতে রাবার বাগানের অ্যাসিড খেয়ে তিনি আত্মহত্যা করেন। তবে তার আগে তাঁর ছোট শিশুর গলাতেও তিনি অ্যাসিড ঢালেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। জানা গিয়েছে হতাশায় এবং অভাবে এখনও পর্যন্ত ৫ জন শিক্ষক আত্মহত্যা করেছেন। ৭ ডিসেম্বর থেকে এ নিয়ে আগরতলা সিটি সেন্টারের সামনে রাস্তায় হাজার হাজার চাকরীচ্যুত শিক্ষক তাদের তিনটি সংগঠনের মুভমেন্ট কমিটির ডাকে অবস্থান করছেন। সমাজের সর্বস্তরের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন। অথচ সরকারের তরফে কোন সাড়া মেলেনি।

আত্মঘাতী শিক্ষিকা রুমি দেবী এমএতে স্বর্ণ পদক পেয়েছিলেন। ২০১০ সালে ইন্টারভিউ দিয়ে চাকরি পান তিনি। ১০ বছর পর চাকরি গেল তাঁর। তাঁর স্বামী প্রভাত দেববর্মাও চাকরি হারিয়েছেন। ১০ হাজার ৩২৩ জন চাকরি হারানো শিক্ষকদের মধ্যে তিনিও অন্যতম। তাঁদের পরিবারের কোনও আয় নেই গত ৯ মাস। অভাব সহ্য করতে না পেরে আত্মঘাতী পথ বেছে নিয়েছেন রুমি। এমনটাই মনে করছেন তাঁর বাড়ির লোকেরা। প্রসঙ্গত ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ১০ হাজার ৩২৩ জনের স্থায়ী সমাধান করা হবে। এমনকী চার মাস আগেও মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দুমাসের মধ্যে সমাধানে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেটিও হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − four =