শিলিগুড়ি: লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্র থেকে প্রার্থী হতে চান শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের পতিরাম জোতের বাসিন্দা মহেশ্বর বর্মন। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের ধার্য ফি পঁচিশ হাজার টাকা তাঁর কাছে নেই। তফসিলি প্রার্থীদের জন্য অবশ্য ওই ফি অর্ধেক।
নিজেকে পেশাগত ভাবে দিনমজুর বলে দাবি করা মহেশ্বর তাই দেশের রাষ্ট্রপতি রামানন্দ কোবিন্দের শরণ নিয়েছেন। দেশের রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়ে মনোনয়নের ফি ‘মকুব’ করার আর্জি জানিয়েছেন তিনি। তবে বিনিময়হীন ফি মকুব নয়। রাষ্ট্রপতি যদি ফি মকুব করে দেন, তাহলে বিনিময়ে তিনি এক বোতল রক্ত অথবা একটি কলম দেবেন।