শেষ মুহূর্তে বিজেপির টিকিট পাচ্ছেন কারা? দেখুন প্রার্থী তালিকা

কলকাতা: হোলির পরই চূড়ান্ত প্রার্থী তালাকা প্রকাশ করতে চলেছে বিজেপি৷ প্রাথমিক ভাবে চূড়ান্ত হয়েছে বেশ কিছু নাম৷ সূত্রের খবর, কলকাতা উত্তরে রাহুল সিনহা, যাদবপুরে অনুপম হাজরা, মেদিনীপুরে দিলীপ ঘোষ, বীরভূমে দুধকুমার মণ্ডল, ব্যারাকপুরে অর্জুন সিং, ঘাটালে ভারতী ঘোষকে টিকিট দিতে পারে দল৷ লোকসভা ভোটে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা: কলকাতা উত্তরে রাহুল সিনসা, কলকাতা দক্ষিণে চন্দ্রকুমার

শেষ মুহূর্তে বিজেপির টিকিট পাচ্ছেন কারা? দেখুন প্রার্থী তালিকা

কলকাতা: হোলির পরই চূড়ান্ত প্রার্থী তালাকা প্রকাশ করতে চলেছে বিজেপি৷ প্রাথমিক ভাবে চূড়ান্ত হয়েছে বেশ কিছু নাম৷ সূত্রের খবর, কলকাতা উত্তরে রাহুল সিনহা, যাদবপুরে অনুপম হাজরা, মেদিনীপুরে দিলীপ ঘোষ, বীরভূমে দুধকুমার মণ্ডল, ব্যারাকপুরে অর্জুন সিং, ঘাটালে ভারতী ঘোষকে টিকিট দিতে পারে দল৷

লোকসভা ভোটে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা: কলকাতা উত্তরে রাহুল সিনসা, কলকাতা দক্ষিণে চন্দ্রকুমার বসু, যাদবপুরে অনুপম হাজরা, দমদমে শমীক ভট্টাচার্য, বসিরহাটে সায়ন্তন বসু, বীরভূমে দুধকুমার মণ্ডল, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী, ব্যারাকপুরে অর্জুন সিংহ, মালদা উত্তরে খগেন মুর্মু, মেদিনীপুরে দিলীপ ঘোষ, ঘাটালে ভারতী ঘোষ, আসানসোলে বাবুল সুপ্রিয়, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ৷

বিজেপির বিভিন্ন সূত্রে থেকে জানা গিয়েছে, আলিপুরদুয়ারে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন বীরেন্দ্র ওঁরাও অথবা মনোজ টিগ্গা৷ জলপাইগুলি থেকে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন অমূল্য রায় অথবা জিতেন প্রামাণিক৷ মালদহ উত্তরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন খগেন মুর্মু৷ মালদহ দক্ষিণে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন শ্রীরূপা মিত্রচৌধুরী৷ জঙ্গিপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন সম্রাট ঘোষ৷ বহরমপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন হুমায়ুন কবীর৷ রানাঘাটে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন অর্চনা মজুমদার অথবা মানবেন্দ্র রায়৷ কৃষ্ণনগরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন সত্যব্রত মুখোপাধ্যায়৷ বারাকপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন অর্জুন সিংহ৷ দমদমে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন শমীক ভট্টাচার্য৷ বারসতে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন মৃণাল দেবনাথ অথবা সায়ন্তন বসু৷ মথুরাপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন শ্যামাপদ হালদার, আরামবাগে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন ষষ্ঠী দুবে৷ পুরুলিয়ায় নরহরি মাহাত অথবা অতুল্য মহাত৷ বাঁকুড়ায় বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন সুমন মুখোপাধ্যায় অথবা রাজু বন্দ্যোপাধ্যায়৷ আসানসোলে বিজেপির সম্ভব্য প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়৷ বর্ধমান-দুর্গাপুরে বিজেপির সম্ভব্য প্রার্থী হতে পারেন সুভাষ সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − twelve =