নয়াদিল্লি: নির্বাচন ঘোষণার ১১ দিন পর অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ টানা তিন দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার তিথি নক্ষত্র মেনে দোল পূর্ণিমায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির৷ আজ ১৮২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির৷
Union Minister and BJP leader J P Nadda: 182 candidates will be declared today, PM Modi to contest from Varanasi, Amit Shah from Gandhinagar, Rajnath Singh from Lucknow, Nitin Gadkari from Nagpur. pic.twitter.com/KwRjH6s0Ri
— ANI (@ANI) March 21, 2019
এদিন শুরুতেই নরেন্দ্র মোদির নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়৷ এবারও তিনি বারাণসী কেন্দ্র থেকে লড়াই করবেন৷ গান্ধীনগর থেকে লড়বেন অমিত শাহ৷ আমেঠিতে থেকে স্মৃতী ইরানি৷ এদিন বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করে পশ্চমবঙ্গের জন্য ২৮ আসনে প্রার্থী ঘোষণা করে জানানো হয়, আলিপুরদুয়ার: জন বার্লা, কোচবিহার: নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ি: ডা: জয়ন্ত রায়, রায়গঞ্জ: দেবশ্রী চৌধুরী, বালুরঘাট: ডা: সুকান্ত মজুমদার, মালদহ উত্তর: খগেন মূর্মু, মালদহ দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী, কৃষ্ণনগর: কল্যাণ চৌবে, বারাকপুর: অর্জুন সিং, দমদম: সমীক ভট্টাচার্য, বারাসত: মৃণাল কান্তি দেবনাথ, বসিরহাট: সায়ন্তন বসু, জয়নগর: অশোক কাণ্ডারি, মথুরাপুর: শ্যামাপ্রসাদ হালদার, যাদবপুর: প্রফ: অনুপম হাজরা, কলকাতা দক্ষিণ: চন্দ্র কুমার বসু, কলকাতা উত্তর: রাহুল সিনহা, শ্রীরামপুর: দেবজিৎ সরকার, হুগলি: লকেট চ্যাটার্জি, আরামবাগ: তপন রায়, তমলুক: সিদ্ধার্থ নস্কর, ঘাটাল: ভারতী ঘোষ, ঝাড়গ্রাম: ডা: কুণাল হেমব্রম, মেদিনীপুর: দিলীপ ঘোষ, বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ, বর্ধমান পূর্ব: পরেশ চন্দ্র দাস, আসানসোল: বাবুল সুপ্রিয়, বীরভূম: দুধকুমার মণ্ডলকে এবার প্রার্থী করা হয়েছে৷