আলুওয়ালিয়াকে ছেঁটে পাহাড়ে নয়া সমীকরণ বিজেপির?

দার্জিলিং: কড়া নাড়ছে প্রথম দফার নির্বাচন৷ সময় খুবই কম৷ তৃণমূল-বাম-কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আজ রাজ্যের ২৮ কেন্দ্র প্রার্থী তালিকা ঘোষণা করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব৷ কিন্তু, নজিরবিহীন ভাবে প্রথম দফার প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন সাংসদ এসএস আলুওয়ালিয়া৷ প্রশ্ন উঠছে, তাহলে কী আলুওয়ালিয়া প্রার্থী না করে পাহাড়ের রাজনীতিতে নয়া চাল দিতে চলেছে গেরুয়া শিবির? পর্যবেক্ষক

আলুওয়ালিয়াকে ছেঁটে পাহাড়ে নয়া সমীকরণ বিজেপির?

দার্জিলিং: কড়া নাড়ছে প্রথম দফার নির্বাচন৷ সময় খুবই কম৷ তৃণমূল-বাম-কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আজ রাজ্যের ২৮ কেন্দ্র প্রার্থী তালিকা ঘোষণা করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব৷ কিন্তু, নজিরবিহীন ভাবে প্রথম দফার প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন সাংসদ এসএস আলুওয়ালিয়া৷ প্রশ্ন উঠছে, তাহলে কী আলুওয়ালিয়া প্রার্থী না করে পাহাড়ের রাজনীতিতে নয়া চাল দিতে চলেছে গেরুয়া শিবির?

পর্যবেক্ষক মহলের ধারনা, খুব সম্ভবত পাহাড়ে বিমল গুরুং শিবিরকে সমর্থন করতে পারে বিজেপি৷ কেননা, নির্বাচনে লড়াই করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বিমল গুরুংরা৷ আগামী সপ্তাহে সেই মামলার চূড়ান্ত শুনানি হওয়ার কথা৷ গুরুংরা আদৌ ভোটে লড়তে পারেন কি না, তা আদালতের অনুমতির উপর নির্ভর করলেও দার্জিলিং কেন্দ্র নিয়ে নয়া ছক কষতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির৷ মূলত, গোর্খাল্যান্ডের আবেগ ইভিএমে ফেলতে চাইছে বিজেপি শিবির৷ আর সেই কারণে সম্ভবত বর্তমান সাংসদের নাম বাতিলের খাতায় রেখেছে বিজেপি শিবির৷

বৃহস্পতিবার হোলির দিনেই ভিডিও বার্তা দিয়ে নয়া চমক দেন বিমল গুরুং৷ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে জোটে সম্মতি দেওয়ার জন্য জিএনএলএফকে ধন্যবাদ জানিয়ে নতুন ভিডিও বার্তা পাঠান বিমল গুরুং৷ গত ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে হাতে হাত মেলায় জিএনএলএফ ও বিমল গুরুঙের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা৷ দিল্লিতে যৌথ সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দিল, লোকসভা নির্বাচনে তারা বিজেপির পাশে থাকছে৷ তাদের মূল লক্ষ্য, তৃণমূলকে পরাজিত করা৷ দিল্লিতে জোট গঠনের পর গোর্খা জনমুক্তি মোর্চার জোট শরিক জিএনএলএফকে ধন্যবাদ জানিয়ে আগামী লোকসভা নির্বাচনে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলের কাছে সমর্থন চেয়ে নেন গুরুং৷ একই সঙ্গে মোর্চার বর্তমান রক্ষাকর্তা বিনয় তামাং, অনীত থাপাকে সবক শেখানোর হুমকি দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eleven =