নয়াদিল্লি: করোনার দুটি ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু মঙ্গলবার সরকার জানিয়ে দিয়েছে যে আপাতত ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত দুটি ভ্যাকসিনের মধ্যে গ্রহীতাদের পছন্দ করার বিকল্প থাকবে না। অর্থাৎ কোভিশিল্প বা কোভ্যাক্সিনের মধ্যে কোনটি নেবেন তা পছন্দ করতে পারবেন না গ্রহীতারা। সরকার প্রদত্ত টিকাই সকলকে নিতে হবে।
এক সাংবাদিক সম্মেলনে একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন, “বিশ্বের অনেক জায়গায় একাধিক ভ্যাকসিন খাওয়ানো হচ্ছে। তবে বর্তমানে কোনও দেশে টিকা গ্রহণকারীদের শট বেছে নেওয়ার বিকল্প নেই।” ভারতে সম্প্রতি সীমাবদ্ধ জরুরি ব্যবহারের জন্য ভাইরাসজনিত রোগের দুটি ভ্যাকসিন অনুমোদন করেছে। সেগুলি হল- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভাক্সিন। মিঃ ভূষণ বলেন, COVID-19 ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ২৮ দিনের ব্যবধান থাকবে। এর কার্যকারিতা কেবল ১৪ দিন পরে দেখা যাবে। তাই সরকারের তরফে গ্রহীতাদের কোভিড নিয়ে যথাযথ আচরণ অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।
প্রায় তিন কোটি স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কার্সকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ১৬ জানুয়ারী থেকে ভারত তার COVID-19 টিকাদান চালু করবে। মিঃ ভূষণ বলেন, এখনও অবধি COVID-19 ভ্যাকসিন ডোজের পুরো স্টকের ৫৪.৭২ লক্ষ মঙ্গলবার বিকেল পর্যন্ত অর্ডার করা হয়েছে। সেগুলি জাতীয় ও রাজ্য-স্তরের ভ্যাকসিন স্টোরের কাছ থেকে পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার থেকে করোনা ভাইরাস ইনোকুলেশন ড্রাইভ শুরু হবে। তিনি বলেন যে, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ডের ১.১ কোটি ডোজ এবং ভারত বায়োটেকের কোভাক্সিনের ৫৫ লক্ষ ডোজ ১৪ জানুয়ারীর মধ্যে প্রাপ্ত হবে।