ভারতের মাটিতে বাংলাদেশি সেনা, চমক দেখাবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে

ভারতের মাটিতে বাংলাদেশি সেনা, চমক দেখাবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে

নয়াদিল্লি: ভারতের সর্ববৃহৎ সরকারি অনুষ্ঠান দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। আর এবছর এই কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য ভারতে এসে উপস্থিত হল বাংলাদেশের সেনাবাহিনী। মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান সি-১৭ গ্লোবমাস্টার বিমানে পালামে এসে উপস্থিত হয় প্রতিবেশী দেশের সেনাদল।

সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার এই বিশেষ বিমানে করে বাংলাদেশি সেনাবাহিনীর ১২২ জনের একটি দল এসে পৌঁছায় পালাম বিমানবন্দরে। বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্দেশ্যেই এই আয়োজন বলে জানানো হয় দিল্লি সূত্রে। এই অনুষ্ঠানে এই সেনারা তাদের দেশের জাতীয় রাইফেল বিডি-০৮ প্রদর্শন করবে বলে জানা গেছে। এদিন সৈন্যদের আমন্ত্রণ জানানো হয় ভারত সরকারের পক্ষ থেকে। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার ভারতীয় রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নেবে কোনো বিদেশি সেনা। এর আগে ২০১৬ সালে এই অনুষ্ঠানে মার্চ করেছিল ফরাসি সৈন্যবাহিনীর ১৩০ জনের একটি ব্যাটালিয়ন। সেই বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

কোভিড অতিমারীর প্রকোপ এবার ২৬ জানুয়ারির অনুষ্ঠানেও লক্ষ্য করা যাবে। করোনা আবহের কারণেই এবছর কুচকাওয়াজের দৈর্ঘ্য ও আয়তন দুইই কমানো হয়েছে। অন্যবার যেখানে প্রতি বাহিনী থেকে ১৪৪ জন করে সৈন্য থাকে, এবার সেখানে থাকবে ৯৬ জন। এবছর এই অনুষ্ঠানের দর্শকের আসনেও কমানো হয়েছে। লক্ষাধিক দর্শক আসনের জায়গায় এবার এই অনুষ্ঠান দেখতে পাবেন মাত্র ২৫০০০ দর্শক, যার মধ্যে প্রত্যেকেই থাকবেন ১৫ বছরের বেশি বয়সের দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *