নয়াদিল্লি: পাকিস্তান দিবসে ইমরান খানকে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদির শুভেচ্ছার কথা টুইটে জানিয়েছেন ইমরান নিজেই৷ ওই বার্তায় মোদি শান্তির কথা বলেছেন ও উপমহাদেশে একসঙ্গে কাজ করার কথাও বলেছেন৷
I welcome PM Modi’s message to our people. As we celebrate Pakistan Day I believe it is time to begin a comprehensive dialogue with India to address & resolve all issues, esp the central issue of Kashmir, & forge a new relationship based on peace & prosperity for all our people.
— Imran Khan (@ImranKhanPTI) March 22, 2019
ইমরানকে শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, ‘‘উপমহাদেশের মানুষকে একসঙ্গে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং সমৃদ্ধিশালী অঞ্চল হিসেব গড়ে তুলতে হবে, যেখানে সন্ত্রাস এবং হিংসার ভয় থাকবে না।” অন্যদিকে, মোদির বার্তাকে স্বাগত জানিয়ে ইমরান বলেছেন, কাশ্মীরসহ সব বকেয়া ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করার এটাই সময়। নতুন করে বন্ধুত্ব মজবুত করার জন্যই তা প্রয়োজনীয়। হুরিয়ত নেতাদের আমন্ত্রণ জানানোয় পাকিস্তানের অনুষ্ঠান বয়কটের কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই মোদি এই বার্তা পাঠিয়েছেন। কংগ্রেস জানতে চেয়েছে, ইমরানের এই টুইট সত্যি কিনা।