কলকাতা: লোকসভা ভোটে বিজেপির প্রচার কৌশল, সংগঠন বিস্তার এবং প্রার্থীদের জয় সুনিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল গেরুয়া শিবির। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননের মতো কেন্দ্রীয় নেতা এবং রাজ্যের শীর্ষ নেতৃত্ব ন্যাশনাল লাইব্রেরির এই বৈঠকে হাজির থাকবেন।
বিজেপি ইতিমধ্যেই ২৮টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার রাত থেকেই তা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। সূত্রের দাবি, এই ক্ষোভ প্রশমনে জেলা নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন দিল্লির ম্যানেজাররা। ড্যামেজ কন্ট্রোলে তাই তড়িঘড়ি এই বৈঠক ডাকা হয়েছে। যেখানে দলের সব জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, লোকসভার ইনচার্জদের তলব করা হয়েছে।
শনিবারের বৈঠক থেকে ভোটযুদ্ধে লড়াই করার টোটকা বাতলাবে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। এ প্রসঙ্গে দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, রবিবার থেকেই দলের সমস্ত প্রার্থী পুরোদমে ঝাঁপিয়ে পড়বেন। আজ স্থানীয় নেতৃত্বকে আশু করণীয় কাজ সম্পর্কে নির্দেশ দেওয়া হবে। যদিও প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষের অভিযোগ উড়িয়ে প্রতাপবাবু বলেন, একমাত্র কোচবিহারে সামান্য কিছু ঘটনা ঘটেছিল। শুক্রবার বিকেলেই সব মিটে গিয়েছে।