প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হামলার ছক! অনুপ্রবেশের অপেক্ষায় ৩০০-৪০০ জঙ্গি!

প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হামলার ছক! অনুপ্রবেশের অপেক্ষায় ৩০০-৪০০ জঙ্গি!

নয়াদিল্লি: সামনেই প্রজাতন্ত্র দিবস। আর তার মাঝেই দেশের নিরাপত্তার আকাশে ঘন মেঘের মতো জমেছে নাশকতার ছক। ভারতীয় সেনা দিবসে ভারতের সেনাপ্রধান মনোজ নারাভানে নিজে জানিয়েছেন, ভারত-পাক সীমান্তে প্রায় ৩০০ থেকে ৪০০ জঙ্গি ভারতে অনুপ্রবেশের জন্য তৈরি হচ্ছে।

ভারতীয় সেনা প্রধানের এই মন্তব্যের জেরে শোরগোল পড়ে যায় গোটা দেশ জুড়ে। ৩০০-৪০০ জঙ্গিকে অনুপ্রবেশ ঘটানোর জন্য অনেক লঞ্চপ্যাড তৈরি রাখার প্রয়োজন। সেক্ষেত্রে পাক সীমান্তের ভেতরেও তার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ সীমান্তে লঞ্চপ্যাড তৈরি করা তখনই সম্ভব যখন পাক রেঞ্জার্স সেই ব্যাপারে সাহায্য করবে জঙ্গিদের।

সেনাপ্রধানের এই মন্তব্য থেকে এটা স্পষ্ট যে, পাক জঙ্গিরা আসন্ন সাধারণতন্ত্র দিবসেই বড়সড় কোনো নাশকতার ছক কষতে চলেছে। তবে কোথায়, কবে, কিভাবে ঘটানো হতে পারে এই নাশকতা, তার সন্ধান পেতে আপাতত মরিয়া ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাগুলি। এই ব্যাপারে তাদের মতামত, দেশের রাজধানী সহ প্রধান শহরগুলি জঙ্গিদের মূল টার্গেট হতে পারে, এছাড়াও ছোট বড় সব শহরেই ওইদিন এলার্ট জারি করা উচিত।

শুক্রবার সেনাপ্রধান এও বলেছেন, পাকিস্তানের সংঘর্ষ বিরতি ভঙ্গ করার প্রবণতা ৪০% বৃদ্ধি পেয়েছে এবং গতবছর ভারতে জঙ্গি অনুপ্রবেশের একাধিক চেষ্টা চালানো হয়েছে পাক তরফে, যদিও সব প্রচেষ্টা বিফল করেছে ভারতীয় সেনা। এদিন তিনি চিনকেও করা হুঁশিয়ারি দিয়েছেন এবং সীমান্তে শহিদ প্রতিটি জওয়ানের প্রতি তার গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 2 =