নয়াদিল্লি: নরেন্দ্র মোদির বায়োপিকের ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না। প্রথমে ১২ এপ্রিল ছবির মুক্তির দিন নির্ধারিত হলেও পরে ভোটের কারণেই তা পিছিয়ে গেল।কেননা, ১১ এপ্রিল প্রথম দফার ভোট হচ্ছে, তাই মোদির বায়োপিকের প্রকাশ এগিয়ে দেওয়া হল। এপ্রিলের প্রথম সপ্তাহে সম্ভবত ৫ এপ্রিল সারাদেশে মুক্তি পেতে চলেছে ওমুঙ্গ কুমার পরিচালিত বোমান ইরানি ও বিবেক ওবেরয় অভিনীত নরেন্দ্র মোদি। ভোটের আগে প্রধানমন্ত্রীর বায়োপিকের প্রকাশ আসলে ভোটবাক্সকে প্রভাবিত করার ছক। এনিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে।
তারমধ্যেই নয়া বিতর্ক, ট্রেলরে গীতিকার হিসেবে নাকি বিশিষ্ট কবি ও গীতিকার জাভেদ আখতারের নাম যাচ্ছে। সেই জাভেদ আখতার যাঁর সঙ্গে বিজেপির বৈরিতা কারও অজ্ঞাত নয়।পুলওয়ামা কাণ্ডের আগে শাবানা আজমি ও জাভেদ সাব জানিয়েছিলেন পাকিস্তানের শিল্প সংস্কৃতিতে তাঁদেরও অবদান থাকবে। যদিও সেনা কনভয়ে বড়সড় হামলার পর তাঁরা তাঁদের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এনিয়ে কমজলঘোলা হয়নি।
এদিকে মোদির বায়োপিকে সেই জাভেদ আখতার গান লিখেছেন, নিন্দুকদের খোরাক দিলেও ক্ষেপে গেলেন জেভাদ সাব। তাঁর দাবি কোনও গান তিনি লেখেননি। যদিও বলিউডের একাংশ বলছে, অনকে জাভেদ আখাতার আচেন তাঁদের কেউ এই ছবির গান লিখেছেন। যদিও ওমুঙ্গ কুমারের গোটা টিম এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে।