কলকাতা: লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। অথচ এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করল না বিজেপি। শনিবার, চতুর্থ তালিকা প্রকাশ করা হয়। তার মধ্যে এরাজ্যের মাত্র জঙ্গিপুরের নাম রয়েছে। সেখানে প্রার্থী হচ্ছেন মাফুজা খাতুন। তিনি কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্টের দুবারের জয়ী বিধায়ক। সদ্য তিনি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে।
জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে গত দুবার জয়ী হন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। এবারও তাঁকেই প্রার্থী করেছে কংগ্রেস। তৃণমূলের প্রার্থী খালিদুর রহমান। রাজ্যের ৪২টির মধ্যে ২৯টি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আর যেগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে তার সিংহভাগেই দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের কাউকে বা অন্যদল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা-নেত্রীদের প্রার্থী হিসেবে মানতে পারছেন না বিজেপির কর্মী, সমর্থকরা। যদিও, প্রার্থী তালিকা নিয়ে দলের অভ্যন্তরে ক্ষোভের কথা অস্বীকার করেছেন বিজেপি নেতা মুকুল রায়।