বাব মুলায়মের আসনেই লড়বেন অখিলেশ

লখনউ: উত্তরপ্রদেশের আজমগড় কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী হচ্ছেন অখিলেশ যাদব। দলের আরেক নেতা আজম খান লড়বেন রামপুর কেন্দ্র থেকে। আজমগড় অখিলেশের পিতা মুলায়ম সিং যাদবের কেন্দ্র। গতবার তিনি এখানে থেকেই জিতেছিলেন। ১২ মে আজমগড়ের ভোটগ্রহণ। মুলায়ম এবার লড়ছেন মৈনপুরী থেকে। তাঁর পুত্রবধূ ডিম্পল যাদব লড়ছেন কনৌজ থেকে। মৈনপুরীতে ২৩ এপ্রিল, কনৌজে ২৯ এপ্রিল ভোটগ্রহণ। সমাজবাদী

বাব মুলায়মের আসনেই লড়বেন অখিলেশ

লখনউ: উত্তরপ্রদেশের আজমগড় কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী হচ্ছেন অখিলেশ যাদব। দলের আরেক নেতা আজম খান লড়বেন রামপুর কেন্দ্র থেকে। আজমগড় অখিলেশের পিতা মুলায়ম সিং যাদবের কেন্দ্র। গতবার তিনি এখানে থেকেই জিতেছিলেন।

১২ মে আজমগড়ের ভোটগ্রহণ। মুলায়ম এবার লড়ছেন মৈনপুরী থেকে। তাঁর পুত্রবধূ ডিম্পল যাদব লড়ছেন কনৌজ থেকে। মৈনপুরীতে ২৩ এপ্রিল, কনৌজে ২৯ এপ্রিল ভোটগ্রহণ। সমাজবাদী পার্টির তারকা প্রচারকারীদের তালিকায় বাদ পড়েছেন মুলায়ম। রয়েছেন অখিলেশ, রামগোপাল যাদব, আজম খান, ডিন্পল যাদব, জয়া বচ্চনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =