দিসপুর: ‘ভূমিহীন’ ভূমিপুত্রদের লক্ষাধিক জমির দলিল বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমে গিয়ে বড়োসড়ো পদক্ষেপ নিলেন তিনি। এদিন সকালে অসম সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে শিব সাগর জেলায় ১ লক্ষ ৬ হাজার ভূমিপুত্রদের জমির দলিল বিলি করেন তিনি। চলতি বছরেই রয়েছে অসম বিধানসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রীর এই সফর এবং জমির দলিল বিলি প্রচন্ড তাৎপর্যপূর্ণ মনে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
এদিন অসমে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অসম বাসীর জন্য সব সময় ভাবে কেন্দ্রীয় সরকার। অসমীয়া সাহিত্য এবং ভাষা সুরক্ষিত রাখতে সর্বদা বদ্ধপরিকর কেন্দ্র। পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকারের ব্যাপক প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, রাজ্যের সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ একনিষ্ঠভাবে করে চলেছে কেন্দ্রীয় সরকার। এদিকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ভূয়শী প্রশংসা করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেছেন, শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্যই আজ অসম এবং উত্তর-পূর্ব উন্নয়নে নিরিখে অনেকটাই এগিয়ে গেছে। তিনি সবসময় উত্তর-পূর্ব তথা অসমের শুভাকাঙ্ক্ষী হয়ে কাজ করে আসছেন। প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও অসম সফরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই গুহাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
NDA govt has always kept the preservation of the Assamese culture at its foremost intention behind implementing policies including the protection of the Assamese language & promotion of its literature: PM Narendra Modi in Assam pic.twitter.com/w8IR5Qm4Ve
— ANI (@ANI) January 23, 2021
চলতি বছরের অসম বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে গিয়ে ভূমিপুত্রদের জমির দলিল থেকে শুরু করে রাজ্য সরকারের ভূয়শী প্রশংসা, একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের অসমের প্রতি মনোভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী আদতে নির্বাচনের পথ প্রশস্ত করলেন বলে ধারণা করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। কয়েক মাস পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে অসমে গিয়ে নিজেদের পরিকল্পনা একটু ঝালিয়ে নিলেন বলে অভিমত অনেকের। অসম সফর করার আজ কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
Prime Minister Narendra Modi distributes land allotment certificates to indigenous people, in Sivasagar, Assam pic.twitter.com/UzdagGuu3d
— ANI (@ANI) January 23, 2021