প্রমাণ করে দেখান, রাজনীতি ছেড়ে দেব: অভিষেক

কলকাতা: বিমানবন্দরে স্ত্রীকে হেনস্তা ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রবিবার সাংবাদিক বৈঠক করে অে ভিষেক শুল্ক দফতরকে চ্যালেঞ্জ জানান৷ বলেন, ‘‘ক্ষমতা থাকলে ওদিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসুক৷ আমার প্রশ্ন, ওই দিন যদি সোনা নিয়ে আটক করা হয়ে থাকে, তাহলে কেন বাজেয়াপ্ত করা হল না৷’’ বলেন, ‘‘আমিত শাহের বিরুদ্ধে মামলা করেছি বলেই কি

a828a89319c7060fb73f652dc9a69c44

প্রমাণ করে দেখান, রাজনীতি ছেড়ে দেব: অভিষেক

কলকাতা: বিমানবন্দরে স্ত্রীকে হেনস্তা ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রবিবার সাংবাদিক বৈঠক করে অে ভিষেক শুল্ক দফতরকে চ্যালেঞ্জ জানান৷ বলেন, ‘‘ক্ষমতা থাকলে ওদিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসুক৷ আমার প্রশ্ন, ওই দিন যদি সোনা নিয়ে আটক করা হয়ে থাকে, তাহলে কেন বাজেয়াপ্ত করা হল না৷’’ বলেন, ‘‘আমিত শাহের বিরুদ্ধে মামলা করেছি বলেই কি এই ধরনের ঘটানো হয়েছে৷’’

বলেন, ‘‘রাজনৈতিক ভাবে লড়তে না পেরে আমারকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা হচ্ছে৷ আমার সঙ্গে না পেরে আমার স্ত্রীকে হেনস্তা করা হচ্ছে৷’’ এদিন তিনি সাফ জানিয়ে দেন, তাঁর স্ত্রীকে আটক করা হয়নি৷ তাঁকে হেনস্তা করা হয়েছে৷ দু’কেজি তো দূর, দু’গ্রামও সোনা উদ্ধার হয়নি বলেও জানান তিনি৷ গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথাও জানান তিনি৷ একই সঙ্গে আদালতে গিয়ে মামলা করারও হুঁশিয়ারিও দেন তিনি৷

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী জসমিত আহুজা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুল্ক দপ্তর এফআইআর দায়ের প্রসঙ্গে রবিবার মুখ খুলে শুল্ক দফতর ও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেন তিনি৷ একই সঙ্গে একাধিক সংবাদ মাধ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি৷

চলতি মাসের ১৬ তারিখে সাংসদের স্ত্রীকে নিয়ে বেশ কিছু বিভ্রান্তি ছড়িয়ে পড়ে৷ তুঙ্গে ওঠে রাজনীতি৷ প্রশাসনিক টানাপড়েনও শুরু হয়৷ পরে, শুল্ক দফতরের এফআইআর করা হয়৷ বলা হয়েছে, জসমিত আহুজা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সঙ্গী এক মহিলা, কাস্টমস আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাছাড়া হুমকিও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *