ভোট প্রচারে ২৪ দিনে টানা ৯০টি সভা মমতার

কলকাতা: কড়া নাড়ছে ভোট৷ দিল্লি দখলের লক্ষ্যে ৪২-এ ৪২ এর টার্গেট নিয়ে ভোট যুদ্ধে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২৪ দিনে ৯০টি সভা করার লক্ষ্যে মাঠে নামছেন তৃণমূল সুপ্রিমো৷ তৃণমূল সূত্রে খবর, এপ্রিলের ২ তারিখ থেকেই ১৭ তারিখ পর্যন্ত টানা কর্মসূচি রয়েছে মমতার। ২ তারিখ থেকে শুরু করে কমবেশি ৪০ দিনে প্রায় একটানা প্রচার করবেন তিনি৷

ভোট প্রচারে ২৪ দিনে টানা ৯০টি সভা মমতার

কলকাতা: কড়া নাড়ছে ভোট৷ দিল্লি দখলের লক্ষ্যে ৪২-এ ৪২ এর টার্গেট নিয়ে ভোট যুদ্ধে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২৪ দিনে ৯০টি সভা করার লক্ষ্যে মাঠে নামছেন তৃণমূল সুপ্রিমো৷

তৃণমূল সূত্রে খবর, এপ্রিলের ২ তারিখ থেকেই ১৭ তারিখ পর্যন্ত টানা কর্মসূচি রয়েছে মমতার। ২ তারিখ থেকে শুরু করে কমবেশি ৪০ দিনে প্রায় একটানা প্রচার করবেন তিনি৷ এখনও পর্যন্ত যা সূচি তৈরি হয়েছে, তাতে সব মিলিয়ে ৯০টি সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি লোকসভা কেন্দ্র পিছু দুটি করে সভা করবেন তিনি৷ ৪২ টি লোকসভা আসনের জন্য ৮৪ টি সভা হবে৷ এ ছাড়াও প্রয়োজন পড়লে কোনও কোনও আসনের জন্য সেই সংখ্যাটা বাড়তে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =