বাংলা ভোটে নজরদারি বাড়াতে বড় পদক্ষেপ কমিশনের

কলকাতা: কড়া নাড়ছে লোকসভা নির্বাচন৷ সর্বশক্তি দিয়ে ভোটের প্রচারে ধুঁয়ো তুলেছে তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেস৷ নাওয়া-খাওয়া ভুলে চলছে ভোটের জন্য ভিক্ষা৷ ভোটে জিততে চলছে শেষ মুহূর্ষের অঙ্ক৷ রাজনৈতিক দলগুলির তরফে তৎপরতা শুরু হতেই বাংলার উপর কড়া নজরদাবি বাড়ানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের৷ জানা গিয়েছে, প্রথম দফার ভোটে রাজ্যে আসছেন ৬ জন জেনারেল অবজার্ভার ও ৩ জন পুলিশ অবজার্ভার৷ প্রথম

cee1268a7f9ba627a929128ade8be392

বাংলা ভোটে নজরদারি বাড়াতে বড় পদক্ষেপ কমিশনের

কলকাতা: কড়া নাড়ছে লোকসভা নির্বাচন৷ সর্বশক্তি দিয়ে ভোটের প্রচারে ধুঁয়ো তুলেছে তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেস৷ নাওয়া-খাওয়া ভুলে চলছে ভোটের জন্য ভিক্ষা৷  ভোটে জিততে চলছে শেষ মুহূর্ষের অঙ্ক৷ রাজনৈতিক দলগুলির তরফে তৎপরতা শুরু হতেই বাংলার উপর কড়া নজরদাবি বাড়ানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের৷

জানা গিয়েছে, প্রথম দফার ভোটে রাজ্যে আসছেন ৬ জন জেনারেল অবজার্ভার ও ৩ জন পুলিশ অবজার্ভার৷ প্রথম দফার ভোটের উপর কড়া নজর রাখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, স্পর্শকাতর বুথ এলাকায় ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে রীতিমতো ১৪৪ ধারা জারি করে দিতে পারে কমিশন৷ সবাই যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং ভোটারকে যাতে কেউ ধমকে চমকে বুথ পর্যন্ত যাওয়া বন্ধ করতে না পারে তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী৷ আগামী সপ্তাহের মধ্যে আরও বাহিনী আসছে বাংলা৷ প্রতিটি লোকসভা কেন্দ্র পিছু একজন করে পুলিশ অবজার্ভার নিয়োগ করা হবে বলেও কমিশন সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *