দিল্লি’র রাজপথে শক্তি প্রদর্শনী ভারতীয় তিন-বাহিনীর! কি কি ছিল আজকের প্রদর্শনীতে?

দিল্লি’র রাজপথে শক্তি প্রদর্শনী ভারতীয় তিন-বাহিনীর! কি কি ছিল আজকের প্রদর্শনীতে?

নয়াদিল্লি: ৭২ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেয় ভারতীয় স্থল, নৌ এবং বায়ুসেনাবাহিনীর জওয়ানরা। আজকের এই অনুষ্ঠানে সেনাবাহিনী ও জাতীয় সংস্থা ডিআরডিও’র মিলিত প্রয়াসে কুচকাওয়াজ ও শক্তি প্রদর্শনে অংশ নেয় তিন বাহিনীর শতাধিক জওয়ান। ৯০ মিনিটের এই অস্ত্রশক্তি প্রদর্শনী অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতি ও সামাজিক-অর্থনৈতিক ব্যবস্থার প্রদর্শনী খাতে প্রদর্শিত হয় ২২ টি সুসজ্জিত ট্যাবলো। সাধারণতন্ত্রের এই অনুষ্ঠানে আজ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’এ দেশের শহীদ জওয়ানদের প্রতি সম্মাননা জ্ঞাপন করে আজকের মিলিটারি কুচকাওয়াজ ও শক্তি প্রদর্শনী অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ ভারতের অস্ত্রশক্তি প্রদর্শনী অনুষ্ঠানে ভারতীয় সেনার  যেসব মহাঅস্ত্রের প্রদর্শনী প্রদর্শিত হল তা নিম্নরূপ:

(১) আজকের এই অস্ত্র প্রদর্শনীর মূলকেন্দ্র ছিল ভারতীয় সেনার যুদ্ধট্যাংক ‘ভীষ্ম’, যা মহাশক্তিসম্পন্ন। এছাড়াও বায়ুসেনার নতুন সংযোজিত যুদ্ধবিমান ‘রাফায়েল’ এবং হেলিকপ্টার ‘চিনুক’ ও ‘আপচি’ ছিল আজকের প্রদর্শনীর বিশেষ আকর্ষণ। এছাড়াও আজ ভারতীয় স্থলসেনাবাহিনীর পদাতিক বিভাগের যুদ্ধ সামগ্রী পরিবাহী ‘মেশিন চিনুক’ও আজ প্রদর্শিত হয়। 

(২) আজকের প্রদর্শনীতে আর্টিলারি বাহিনীর মিসাইল রোধক অস্ত্র ‘মিশন শক্তি’ এবং ‘ধনুষ’ প্রদর্শিত হল।

(৩) তাছাড়া আজকের অনুষ্ঠানের কুচকাওয়াজে অংশগ্রহণ করে মোট ১৬ টি বাহিনীর সেনারা; যার মধ্যে ভারতীয় আর্মি’র ৬ বাহিনীর সেনা এবং ভারতীয় বায়ুসেনা, নৌসেনা, জাতীয় সশস্ত্র পুলিশ, দিল্লি পুলিশ এবং এনসিসি’র জওয়ানরা পা মেলায়। 

(৪) আজকের এই বিশেষ কুচকাওয়াজ দ্বিতীয় বারের জন্য অনুষ্ঠিত হয় একজন মহিলা অফিসারের নেতৃত্বে। সেনাবাহিনীর ক্যাপ্টেন তানিয়া শের গিল আজকের এই বর্ণাঢ্য কুচকাওয়াজের নেতৃত্বে ছিলেন।

(৫) এসবের পাশাপাশি ১৯৫৩ সালে গড়ে ওঠা ভারতীয় ঘোড়সওয়ার বাহিনী ‘গোয়ালিওর লেন্সার’এর জওয়ানরাও আজকের কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

(৬) আজকের প্রদর্শনীতে ভারতীয় বায়ুসেনার ১৪৪ জন সেনানী আজকের প্যারেডে পা মেলান ফাইট লিউটেনেন্ট শ্রীকান্ত শর্মার নেতৃত্বে। বায়ুসেনার এই মার্চে তাদের একটি ট্যাবলো প্রদর্শিত হয়, যা বায়ুসেনার নতুন সংযোজিত যুদ্ধবিমান ‘রাফায়েল’ মডেল সম্বলিত ছিল।

(৭) ভারতীয় নৌসেনার পক্ষ থেকে লিউটেনেন্ট জিতিন মালকাটের নেতৃত্বে ১৪৪ জওয়ান আজকের কুচকাওয়াজে অংশ নেন। আজ নৌসেনার ট্যাবলো ছিল ‘বোয়িং পি-১৮ দীর্ঘ রেঞ্জের ধ্বংসকারী বিমান’ এবং ‘কলকাতা ক্লাস ডুবোজাহাজ’ মডেল সম্বলিত।

(৮) এছাড়াও আজকের অস্ত্র প্রদর্শনীর আরেক মূলকেন্দ্র ছিল জাতীয় ডিফেন্স সংস্থা ডিআরডিও’র বিশেষ ট্যাবলো, যেটি ছিল স্যাটেলাইট নিরোধক অস্ত্র ‘মিশন শক্তি’ মডেল সম্বলিত, যা দেশকে চরম সুরক্ষা প্রদানে সক্ষম।

(৯) তাছাড়াও আজ সিআরপিএফ’এর ২১ মহিলা সেনা ৫ টি বাইকে তাদের ‘ডেয়ারডেভিল স্টান্ট’ প্রদর্শন করলেন, যা ভারতের বুকে ইতিহাস তৈরী করল।

(১০) আজকের এই বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠানে ছিল মোট ২২ টি ট্যাবলো, যার মধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ছিল ১৬ টি এবং ও কেন্দ্রীয় মন্ত্রালয়গুলি থেকে ছিল ৬ টি।

(১১) আজকের এই অনুষ্ঠানের শেষে ছিল সবথেকে অত্যাকর্ষক ‘ত্রিশূল’ গঠন। ভারতীয় বায়ুসেনার ‘চিনুক’ হেলিকপ্টার দ্বারা আকাশে এই গঠন প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শক এবং অতিথিদের মন জয় করে নিমেষেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =