আরও ১০ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

কলকাতা: আরও ১০ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ বিজেপির তরফে প্রার্থী তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, এবার ডায়মন্ডহারবার থেকে লড়বেব নীলাঞ্জন রায়৷ হাওড়ায় রন্তিদেব সেনগুপ্ত এবং কাঁথিতে প্রার্থী দেবাশিস সামন্ত প্রার্থী হচ্ছেন৷ BJP releases list of 29 candidates for Uttar Pradesh & 10 candidates for West Bengal for #LokSabhaElections2019 pic.twitter.com/GePR3s4tQs — ANI (@ANI) March 26,

আরও ১০ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

কলকাতা: আরও ১০ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ বিজেপির তরফে প্রার্থী তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, এবার ডায়মন্ডহারবার থেকে লড়বেব নীলাঞ্জন রায়৷ হাওড়ায় রন্তিদেব সেনগুপ্ত এবং কাঁথিতে প্রার্থী দেবাশিস সামন্ত প্রার্থী হচ্ছেন৷

বহরমপুরে কৃষ্ণ জোয়ারদার আর্য্য, রানাঘাটে মুকুটমণি অধিকারি এবং শান্তনু ঠাকুর বনগাঁ কেন্দ্র থেকে লড়বেন৷ বাঁকুড়ায় সুভাষ সরকার এবং বোলপুরে লড়বেন রামপ্রসাদ দাস৷ মুর্শিদাবাদ ও উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী হুমায়ুন কবীর এবং জয় বন্দ্যোপাধ্যায়৷

নির্বাচন ঘোষণার ১১ দিন পর প্রথম দফায় বাংলার ২৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি৷ টানা তিন দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার তিথি নক্ষত্র মেনে দোল পূর্ণিমায় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়৷

বিজেপির ২৮ আসনে প্রার্থী তালিকা-

  • আলিপুরদুয়ার: জন বার্লা
  • কোচবিহার: নিশীথ প্রামাণিক
  • জলপাইগুড়ি: ডা: জয়ন্ত রায়
  • রায়গঞ্জ: দেবশ্রী চৌধুরি
  • বালুরঘাট: ডা: সুকান্ত মজুমদার
  • মালদহ উত্তর: খগেন মূর্মু
  • মালদহ দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী
  • কৃষ্ণনগর: কল্যাণ চৌবে
  • বারাকপুর: অর্জুন সিং
  • দমদম: সমীক ভট্টাচার্য
  • বারাসত: মৃণাল কান্তি দেবনাথ
  • বসিরহাট: সায়ন্তন বসু
  • জয়নগর: অশোক কাণ্ডারি
  • মথুরাপুর: শ্যামাপ্রসাদ হালদার
  • যাদবপুর: প্রফ: অনুপম হাজরা
  • কলকাতা দক্ষিণ: চন্দ্র কুমার বসু
  • কলকাতা উত্তর: রাহুল সিনহা
  • শ্রীরামপুর: দেবজিৎ সরকার
  • হুগলি: লকেট চ্যাটার্জি
  • আরামবাগ: তপন রায়
  • তমলুক: সিদ্ধার্থ নস্কর
  • ঘাটাল: ভারতী ঘোষ
  • ঝাড়গ্রাম: ডা: কুণাল হেমব্রম
  • মেদিনীপুর: দিলীপ ঘোষ
  • বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ
  • বর্ধমান পূর্ব: পরেশ চন্দ্র দাস
  • আসানসোল: বাবুল সুপ্রিয়
  • বীরভূম: দুধকুমার মণ্ডল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 16 =