নোটবন্দিতে মুনাফা লুটেছে বিজেপি

নয়াদিল্লি : নোট বাতিলের সময় ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের পরও ঘুষ নিয়ে পুরনো নোট বদল করা হয়েছে। করেছিলেন বিজেপির এক কর্মী। মঙ্গলবার দিল্লিতে বিরোধী নেতারা ৩১ মিনিটের ওই একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে বাতিল নোট বদলের জন্য ৪০ শতাংশ কমিশন দিতেও রাজি হয়েছেন আহমেদাবাদের ওই বিজেপি কর্মী। ভিডিওটি ২০১৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে

নোটবন্দিতে মুনাফা লুটেছে বিজেপি

নয়াদিল্লি : নোট বাতিলের সময় ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের পরও ঘুষ নিয়ে পুরনো নোট বদল করা হয়েছে। করেছিলেন বিজেপির এক কর্মী। মঙ্গলবার দিল্লিতে বিরোধী নেতারা ৩১ মিনিটের ওই একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে বাতিল নোট বদলের জন্য ৪০ শতাংশ কমিশন দিতেও রাজি হয়েছেন আহমেদাবাদের ওই বিজেপি কর্মী। ভিডিওটি ২০১৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তোলা হয়েছিল বলে দাবি করেছে বিরোধীরা। বিরোধী নেতারা জানান, ট্রাইকালার নিউজ নেটওয়ার্ক নামে একটি ওয়েবসাইট থেকে তাঁরা ওই ফুটেজটি পেয়েছেন। তাদের কথা, শুধু একটি জায়গার ভিডিও ফুটেজ সামনে এসেছে। অনেক জায়গাতেই এইভাবেই নির্দিষ্ট সময়ের পরও ঘুষ নিয়ে কালো টাকা সাদা করা হয়েছে। অন্যদিকে, সাধারণ মানুষকে ব্যাঙ্কের লাইনে দাঁড় করিয়ে, তাদের রোজগারের টাকা আটকে দিয়ে চূড়ান্ত দুর্ভোগে ফেলেছিলেন মোদি। বিরোধীদের প্রশ্ন, দেশের চৌকিদার হয়েও কেন চোরকে ধরতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =