টিকিট না পেয়ে পার্টি অফিসের ৩০০ চেয়ার হাতালেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা

নয়াদিল্লি: দলের তরফে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ছাড়পত্র মেলেনি, তাই রেগেমেগে দলীয় কার্যালয়ের ৩০০টি চেয়ার তুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যমহারাষ্ট্রের সিল্লোড এলাকার শাহগঞ্জে।সেখানেই রয়েছে কংগ্রেসের দলীয় কার্যালয়।এবার বিজেপিকে ঠেকাতে এনসিপির সঙ্গে জোটে যেতে রাজি হয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। সেই উপলক্ষেই এদিন দুরফের নেতাদের বৈঠকের আয়োজন করা হয়। সেটি অনুষ্ঠিত

টিকিট না পেয়ে পার্টি অফিসের ৩০০ চেয়ার হাতালেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা

নয়াদিল্লি: দলের তরফে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ছাড়পত্র মেলেনি, তাই রেগেমেগে দলীয় কার্যালয়ের ৩০০টি চেয়ার তুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যমহারাষ্ট্রের সিল্লোড এলাকার শাহগঞ্জে।সেখানেই রয়েছে কংগ্রেসের দলীয় কার্যালয়।এবার বিজেপিকে ঠেকাতে এনসিপির সঙ্গে জোটে যেতে রাজি হয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। সেই উপলক্ষেই এদিন দুরফের নেতাদের বৈঠকের আয়োজন করা হয়। সেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শাহগঞ্জের কংগ্রেস কার্যালয়ে।

জানা গিয়েছে, গোটা ঔরঙ্গাবাদের গুরুত্বপূর্ণ নেতা হলেন কংগ্রেস বিধায়ক আব্দুস সাত্তার, তিনি এবার সাংসদ হওয়ার লক্ষ্যে লড়বেন। এমনটাই কথা ছিল, নিজে জানতেন তাঁর অনুরাগীরা জানত একই সঙ্গে স্থানীয়রাও। এদিন ভেবেছিলেন তাঁকে প্রার্থী করার লক্ষেই আলাপআলোচনা হবে, বেশ খুশিও ছিলেন এনিয়ে। কিন্তু গোল বাধে কিছুক্ষণের মধ্যেই, বিশ্বস্তসূত্রে খবর পান,নেতা সুভাষ ঝামবাদকে এবার দলের তরফে টিকিচ দেওয়া হচ্ছে, সেকারণেই তাঁর নাম বাদ গিয়েছে।

প্রথমটায় আশাহত হলেও ক্ষোভ উগড়ে দিতে বেশি সময় নেননি ওই বিধায়ক। নেতার এহেন আচরণে অনুগামীরাও উদ্বিগ্ন হয়ে ওঠে, তারা জানতে পারে সাত্তার সাহেবকে নয়, অন্য কাউকে এবার প্রার্থী করা হয়েছে। এই খবরের পর থেকেই ক্ষোভে ফুটছিল সকলে। এরমধ্যেই জোটের বৈঠকের খবর আসে। সঙ্গে সঙ্গেই অুগামীদের কাছে নির্দেশ যায়, তৎপর অনুগামীরা দলীয় কার্যালয়ে থাকা সমস্ত চেয়ার উঠিয়ে নিয়ে চলে আসে। প্রায় ৩০০টি চেয়ার সেখানে ছিল। চাইলে গন্ডগোল করতেই পারতেন, সেসব না করে নিজের চেয়ারগুলি নিয়ে গিয়েছেন এমনই দাবি তাঁর। উপায় না দেখে শেষমূহূর্তে বৈঠকের অবস্থান বদলাতে হয়েছে কংগ্রেসকে।জোটসঙ্গি এনসিপির দপ্তরেই হচ্ছে বৈঠক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 6 =