হিংসায় উস্কানি! আইনি বিপাকে শশী থারুর-সহ ৬ সাংবাদিক

হিংসায় উস্কানি! আইনি বিপাকে শশী থারুর-সহ ৬ সাংবাদিক

নয়াদিল্লি: সংবাদমাধ্যম তথা টেলিভিশন চ্যানেলগুলিতে লাগাতার উস্কানিমূলক প্রোগ্রাম সম্প্রচারিত হয়ে চলেছে! কেন্দ্র সব জেনে শুনেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না, এই মর্মে গতকাল মোদী সরকারকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। তার রেশ কাটতে না কাটতেই এবার আইনি বিপাকে জড়ালেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

লালকেল্লায় হামলার ঘটনায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে কংগ্রেস নেতা শশী তারুর এবং ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। দিল্লির এক বাসিন্দা তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ, প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে যখন উত্তেজনা ছড়িয়েছিল তখন দায়িত্বজ্ঞানহীন ও ভুয়ো খবর প্রচার করে জনগণকে প্ররোচিত করেছেন তাঁরা। দিল্লির সাম্প্রতিক পরিস্থিতিতে এই ঘটনায় তৈরি হয়েছে নতুন বিতর্ক।

জানা গেছে, শশী তারুর সহ মোট ৭ জনের বিরুদ্ধে নয়ডার এক থানায় মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। তাঁরা টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর প্রচার করেছেন বলে এফআইআর-এ জানিয়েছেন তিনি। দিল্লির সংঘাতে ট্র্যাক্টর উল্টে এক ব্যক্তির মৃত্যু হলেও খবর ছড়ায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি। এই মিথ্যা খবর সম্প্রচারের জন্যেই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

যে ৬ জন সংবাদমাধ্যমের প্রতিনিধির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাঁরা হলেন রাজদীপ সারদেশাই, মৃণাল পান্ডে, বিনোদ জোশ, জাফর আগা, পরেশ নাথ এবং অনন্ত নাথ। উল্লেখ্য, ঘটনার দিন রাজদীপ সারদেশাই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “পুলিশের গুলিতে নবনীত মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। কৃষকরা আমায় বলেছেন, এই বলিদান বিফলে যাবে না।” কিন্তু আদতে নবনীত নামের ওই ব্যক্তির মৃত্যু পুলিশের গুলিতে হয়নি। দায়িত্বজ্ঞানহীন ভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও ওই একই অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =