‘পরিষ্কার’ ইন্দোরে জায়গা নেই গৃহহীনদের! শহরের বাইরে ‘ফেলে আসা’ হচ্ছে

‘পরিষ্কার’ ইন্দোরে জায়গা নেই গৃহহীনদের! শহরের বাইরে ‘ফেলে আসা’ হচ্ছে

ইন্দোর: গৃহহীন মানুষদের শহরে থাকার জায়গা নেই! এই কারণে ট্রাকে করে গৃহহীনদের শহর থেকে বাইরে ফেলে আসছেন পুর কর্মীরা। এমনই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরের। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাকে করে গৃহহীন মানুষদের শহরের বাইরে রেখে আসা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চাও। স্বাভাবিকভাবেই এই ভিডিও ভাইরাল হতে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে দেশজুড়ে।

ইন্দোর মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে দাবি করা হয়েছে, শহরে গৃহহীনদের থাকার জায়গা না থাকায় তাদের নাইট সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই কাজ করছিলেন পুর কর্মীরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও গৃহহীনদের এইভাবে শহরের থেকে দূরে ফেলে আসার কথা স্বীকার করেছেন কর্পোরেশনের অতিরিক্ত কমিশনার রাজনগাওকার। যদিও যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, ট্রাক থেকে গৃহহীন মানুষদের নামিয়ে রাস্তার ধারে রাখছেন পুরো কর্মীরা এবং তাদের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে একটা বৃদ্ধার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে তিনি ঠিকমতো হাঁটতে, চলতে পারছেন না, তাকেও এভাবে নামিয়ে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, পর পর চারবার পরিষ্কার শহরের তকমা পেয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। বিজেপি শাসিত এই রাজ্যের এমন পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি হয়েছে।

যদিও এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে মধ্যপ্রদেশ বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ভিডিওতে যে সকল পুরসভার কর্মীদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং ইতিমধ্যেই নাইট সেন্টারের দায়িত্বে থাকা দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ডেপুটি কমিশনার কেউ বরখাস্ত করা হয়েছে বলে খবর। তবে বিরোধীদের মধ্যে, এইরকম অমানবিক পরিস্থিতির ড্যামেজ কন্ট্রোল করতেই নামমাত্র এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  শহর পরিষ্কার রাখার নামই এইভাবে গৃহহীন অসহায় মানুষদের শহরের থেকে দূরে ফেলে রাখা হচ্ছে এটা চূড়ান্ত অমানবিক এবং অসংবেদনশীল ব্যাপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 11 =