আজ বিকেল: চায়ের কাপে নরেন্দ্র মোদি, শুনে হোঁচট খাবেন না যেন, কাপের গায়ে লেখা ম্যায় ভি চৌকিদার। চাঞল্যকর ঘটনাটি ঘটেছে কাঠগোদাম গামী শতাব্দী এক্সপ্রেসে।এই কাপ হাতে পেয়েই রেলমন্ত্রকে টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন বেশকিছু রেলযাত্রী।তাঁদের প্রশ্ন, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে এই কাপ কি আদৌ ব্যবহার যোগ্য, এটি কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে না?
বলাবাহুল্য, যাত্রীদের থেকে অভিযোগ পেয়েই তৎপর হয় আইআরসিটিসি কর্তৃপক্ষ। ক্ষমা চেয়ে কাপগুলি তুলে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, যাত্রীরা এমন কাপ ওই ট্রেনে দুবার পেয়েছেন। আইআরসিটিসির দাবি তারা এসম্পর্কে কিছুই জানে না। সংকল্প নামের একটি এনজিও নিজেদের সংস্থার প্রচারে এই স্লোগান লিখে কাপগুলি ব্যবহার করছে। এরআগে ভাইব্রান্ট গুজরাটের প্রচারে গো এয়ারের বোর্ডিংপাসে ছিল মোদি ও বিজয় রুপাণীর ছবি। যাত্রীরা ভোটের আগে এসব দেখে প্রশ্ন তুললে প্রধানমন্ত্রী ও গুজরাটের মুখ্যমন্ত্রীর ছবি-সহ বোর্ডিংপাসগুলি সরিয়ে নেওয়া হয়। তারপর গো এয়ারের টিকিট থেকে মোদির ছবি উঠে যায়। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে ট্রেনের টিকিট থেকেও মোদির ছবি সরানো হচ্ছে।
এদিকে মোদি টিপ বাজার ছেয়েছে, তাই নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। প্রধানমন্ত্রীর এই অনুরাগী পরিবেষ্টিত ভাবমূর্তি দেখে কটাক্ষ করেছেন রাজ্যের সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। শাড়ি টিপে মোদি বিচরণ করছেন, ভোটের বাজারে হটকে থাকতে এভাবেই মোদিকে ঢাল হিসেবে কাজে লাগাচ্ছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।