নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতি আবহে এ দিন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তিনি প্রথমেই ঘোষণা করেছিলেন চলতি বছরের বাজেট ঐতিহাসিক হতে চলেছে। সেই প্রেক্ষিতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি থেকে শুরু করে একাধিক বিষয়ে বড় ঘোষণা করা হয়েছে এই বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পর সেই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বাজেটের ভূয়শী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানালেন, এই বাজেট আত্মনির্ভরতার পথে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই বাজেটে আত্মনির্ভরতার ভিশন রয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, জনগণের প্রতি অত্যন্ত দায়িত্বশীল হয়েছে এই বাজেট।
এদিন বাজেট সংক্রান্ত বিষয়ে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন, করোনাভাইরাস পরিস্থিতির জন্য অনেকেই মনে করেছিলেন এই বছর বাজেটে হয়তো কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের ওপর আরো চাপ বাড়াবে। কিন্তু আদতে যে বাজেট পেশ করা হয়েছে তা অত্যন্ত দায়িত্বশীল এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই। প্রধানমন্ত্রীর কথায়, এই বাজেট একদিকে যেমন দক্ষিণের রাজ্য গুলির কথা ভেবেছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্বের রাজ্যগুলোর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দেশের কৃষি ক্ষেত্র মজবুত করার জন্য যেমন এই বাজেট ইতিবাচক, তেমনি কর্মসংস্থান তৈরীর ক্ষেত্রে এবং দেশের যুবসমাজকে উদ্বুদ্ধ করতেও এই বাজেট দায়িত্বশীল। একই সঙ্গে তিনি আরো জানান, এই বাজেট কর্মসংস্থানে যেমন সাহায্য করবে তেমনি, করোনাভাইরাস পরিস্থিতিতে লড়াইয়ে আরো সাহায্য করবে।
এদিনের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, পশ্চিমবঙ্গে ৬৭৫ কিলোমিটার স্টেট হাইওয়ে নির্মাণের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল। কলকাতা থেকে শিলিগুড়ি রাস্তা মেরামত করা হবে। এর পাশাপাশি একাধিক সড়ক প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে এই মোটা অংকের অর্থ। একইসঙ্গে জানা গিয়েছে, ১১০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে কেরলে এবং অসমে ইতিমধ্যেই মেরামতি করা হচ্ছে ১৯,০০০ কিলোমিটার রাস্তা। পাশাপাশি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির জন্য কর ছাড় দেওয়ার ঘোষণা হয়েছে। স্বাস্থ্য খাতে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি বরাদ্দ করেছে কেন্দ্র। এ মধ্যে কোভিড-১৯ প্রতিষেধকের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।