একই মঞ্চে এবার সৌরভ-মোদী-শাহ!

একই মঞ্চে এবার সৌরভ-মোদী-শাহ!

নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতির পরবর্তী সময়ে ভারত এবং ইংল্যান্ড সিরিজ দিয়ে দেশে ফিরতে চলেছে ক্রিকেট। আর এই সিরিজের তৃতীয় টেস্টে মাঠে একসঙ্গে দেখা যেতে পারে বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে! সবকিছু ঠিকঠাক থাকলে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আমেদাবাদে যে তৃতীয় টেস্ট হবে সেখানেই এই তিনজন উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। একইসঙ্গে থাকতে পারেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজেজুও।

নতুন বছরের শুরুতেই মাইল্ড হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অল্পদিনের মধ্যে সুস্থ হয়ে গেলেও ফের একবার একই রকমের সমস্যা নিয়ে কিছুদিন আগে ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তাই এখন আপাতত ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে নিয়ে চাপা উদ্বেগ রয়ে গিয়েছে। তবে আসন্ন ভারত এবং ইংল্যান্ড সিরিজের সার্বিক পরিস্থিতি অনেকটাই বদলে যেতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য। ততদিনে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলেই দাবি করেছেন চিকিৎসকরা। সেই কারণে তৃতীয় টেস্টে যদি সৌরভ গঙ্গোপাধ্যায় হাজির থাকেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এদিকে ওই টেস্টেই আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজেজুকে। তাই একই মঞ্চে একই জায়গায় দেখতে পাবার সম্ভাবনা রয়েছে সব মহারথীদের।

সম্প্রতি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মান কি বাত’ ভাষণ শুনে প্রশংসা করেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে তাঁর সঙ্গে ভারতীয় জনতা পার্টির শিবির যে ক্রমাগত যোগাযোগ রাখছে তার একটা জল্পনা ছড়িয়েছিল। অনেকেই মনে করেছিলেন আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনে হয়তো বিজেপির মুখ হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই প্রেক্ষিতে অনেকেই তাঁর অসুস্থতার জন্য ভারতীয় জনতা পার্টির শিবিরকে দায়ী করছিল। তবে এখন আপাতত সেইসব বিতর্ক দূরে সরিয়ে দিচ্ছে ক্রিকেট। একই ফ্রেমে ক্রিকেট আনতে চলেছে মোদী-শাহ-সৌরভকে। তবে এই সাক্ষাৎ নিয়ে আপাতত কোনো বিতর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 1 =