জিততে হবে, সংকীর্তনের মঞ্চে ঢোল বাজালেন তৃণমূল প্রার্থী

আজ বিকেল: ভোট বড় বালাই, তাই এবার নাম সংকীর্তনের মঞ্চে দেখা গেল বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীণেশ ত্রিবেদীকে। না ভক্ত বা স্রোতার আসনে নয়, মঞ্চে প্রবেশ করে কীর্তনীয়াদের দলে ভিড়ে গেলেন তিনি। গলায় রজনীগন্ধার মালা, কপালে চন্দনের তিলক কেটে ঢোল বাজাতে শুরু করলেন তিনি। কিছুক্ষণের মধ্যই বিভোর হয়ে কীর্তনের তালে নেচেও নিলেন এই প্রবীণ রাজনীতিক। চাঞ্চল্যকর

a21c6f80b691615967faab14cb5d9cb9

জিততে হবে, সংকীর্তনের মঞ্চে ঢোল বাজালেন তৃণমূল প্রার্থী

আজ বিকেল: ভোট বড় বালাই, তাই এবার নাম সংকীর্তনের মঞ্চে দেখা গেল বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীণেশ ত্রিবেদীকে। না ভক্ত বা স্রোতার আসনে নয়, মঞ্চে প্রবেশ করে কীর্তনীয়াদের দলে  ভিড়ে গেলেন তিনি। গলায় রজনীগন্ধার মালা, কপালে চন্দনের তিলক কেটে ঢোল বাজাতে শুরু করলেন তিনি। কিছুক্ষণের মধ্যই বিভোর হয়ে কীর্তনের তালে নেচেও নিলেন এই প্রবীণ রাজনীতিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নৈহাটির এক নম্বর বিজয়নগর এলাকায়। কয়েকদিন ধরেই এই পাড়াতে নাম সংকীর্তন চলছে, সোমবার সেখানেই দেখা গেল দীণেশ ত্রিবেদীকে।

গোটা নৈহাটিতে বিষয়টি নিয়ে আলোড়ন না পড়লেও বারাকপুর কেন্দ্রে জোর তরজা শুরু হয়েছে। বিজেপির তরফে বলা হয়েছে, এবার যে জেতা কেন্দ্রে হার নিশ্চিত। তা বুঝতে পেরেই জোর কদমেপ্রচার শুরু করেছেন তৃণমূলের প্রার্থী। কারণ ভাটপাড়ার অবিসংবাদী তৃণমূল নেতা অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়েছেন কিছুদিন আগেই। আর এবার দীণেশবাবুর বিপরীতেই লড়বেন তিনি। তাঁর দল ত্যাগে এমনিতেই তৃণমূলের কোমর ভেঙেছে। তায় বারাকপুরে দীণেশ ত্রিবেদীর বিপরীতে লড়ার কারণে এলাকার হিন্দিভাষী ভোট হারাতে হতে পারে তৃণমূলকে। সেই কারণেই কীর্তনের মঞ্চে প্রার্থী।

যদিও তৃণমূলের তরফে বলা হয়েছে, ভোট প্রচারে নয় জনসংযোগ বাড়াতেই সেখানে যান দীণেশবাবু। একবার    এক প্রখ্যাত সিপিএম নেতাকেও সংকীর্তনের মঞ্চে দেখা গিয়েছিল। তখন তাঁকে প্রশ্ন করা হলে উত্তর দিয়েছিলেন, সংশোধীয় গণতন্ত্র। দিনের শেষে ভোটটাই মুখ্য তাই এই বেলা মন্দির, মসজিদ, গির্জা, টোটো, গরুরগাড়ি সবেতেই হ্যাঁ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *