মন্ত্রীর নামে হুমকি পোস্টার, নদিয়ায় শোরগোল

আজ বিকেল: ভোট প্রচার শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নানরকম অশান্তি শুরু হয়েছে। কোথাও ভোট প্রচারে গিয়ে প্রার্থী পড়ে গিয়েছেন। কোথাও কোনও প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। এছাড়া চোরাগোপ্তা হানা, মারধর শাসানি কোনও কিছুরই বিরাম নেই. তারমধ্যেই বাংলায় শান্তির ভোট করাতে পুলিশ পর্যবেক্ষক পাঠিয়েছে নির্বাচন কমিশন। পর্যবেক্ষক

মন্ত্রীর নামে হুমকি পোস্টার, নদিয়ায় শোরগোল

আজ বিকেল: ভোট প্রচার শুরু হতে  না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নানরকম অশান্তি শুরু হয়েছে। কোথাও ভোট প্রচারে গিয়ে প্রার্থী পড়ে গিয়েছেন। কোথাও কোনও প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। এছাড়া চোরাগোপ্তা হানা, মারধর শাসানি কোনও কিছুরই বিরাম নেই. তারমধ্যেই বাংলায় শান্তির ভোট করাতে পুলিশ পর্যবেক্ষক পাঠিয়েছে নির্বাচন কমিশন। পর্যবেক্ষক এসেছেন এখনও দুটো দিন পেরোয়নি, এরমধ্যেই ফের বিপত্তি। রাজ্যের মহিলা মন্ত্রীর নামে হুমকি পোস্টার পড়ল ভোটের বাজারে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।শিয়ালদহ রানাঘাট লাইনের শিমুরালি স্টেশনে।

মঙ্গলবার স্টেশন লাগোয়া এলাকায় নানারকম কটূক্তি-সহ আক্রমণাত্মক পোস্টার দেখা যায় চাকদহের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী রত্না ঘোষের বিরুদ্ধে। লালকালিতে লেখা সেসব পোস্টার স্থানীয়দের চোখ পড়তেই দলীয় কার্যলায়ে খবর যায়। স্থানীয় তৃণমূল নেত্ৃত্ব বিষয়টি সরেজমিনে দেখে পুলিশ খবর দিলে পুলিশ এসে পোস্টারগুলি তুলে নিয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে এই কাজ করল তা খিতেয় দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রয়োজনে রত্নাদেবীর সঙ্গেও কথা বলতে পারে পুলিশ।

এদিকে নিজের নামে হুমকি পোস্টারের খবর শুনে আকাশ থেকে পড়েছেন রত্না কর ঘোষ. তাঁকে গত ডিসেম্বরেই মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতে তাঁর কোনও শত্রু নেই। তবে রাজ্যের প্রতিমন্ত্রী হওয়ার পরই বিষয়টি অনেকের নজরে পড়েছে, তবে ঠিক কী কারণে এই হুমকি পোস্টার তা এখনও বুঝতে পারছেন না তিনি। যদিও কানাঘুষো বিজেপির দিকেই অভিযোগের আঙুল উঠছে বলে খবর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − six =