কংগ্রেসের প্রার্থী তালিকায় বড় চমক, গেরুয়া লক্ষ্ণণকে টিকিট রাহুলের

কলকাতা: ভোটের মুখে চারটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে বড় চমক দিল কংগ্রেস৷ বুধবার তমলুক নির্বাচনী কেন্দ্র থেকেই কংগ্রেসের হয়ে দিল্লির টিকিট পেলেন লক্ষ্মণ শেঠ৷ গত ২৮ মার্চ কংগ্রেসে যোগ দেন তমলুকের সময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ একসময়ের প্রভাবশালী সিপিআইএম নেতা লক্ষ্মণ শেঠ সম্প্রতি যোগ দিয়েছিলেন বিজেপিতে৷ তারপর দল বদলে হাতশিবিরে৷ Congress releases list of 4 candidates from

কংগ্রেসের প্রার্থী তালিকায় বড় চমক, গেরুয়া লক্ষ্ণণকে টিকিট রাহুলের

কলকাতা: ভোটের মুখে চারটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে বড় চমক দিল কংগ্রেস৷ বুধবার তমলুক নির্বাচনী কেন্দ্র থেকেই কংগ্রেসের হয়ে দিল্লির টিকিট পেলেন লক্ষ্মণ শেঠ৷

গত ২৮ মার্চ কংগ্রেসে যোগ দেন তমলুকের সময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ একসময়ের প্রভাবশালী সিপিআইএম নেতা লক্ষ্মণ শেঠ সম্প্রতি যোগ দিয়েছিলেন বিজেপিতে৷ তারপর দল বদলে হাতশিবিরে৷

এদিন তমলুকে লক্ষ্ণণ শেঠ ছাড়াও উত্তর কলকাতার প্রার্থী হিসেবে সৈয়দ শাহিদ ইমামকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে৷ ঘাটাল কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের বিরুদ্ধে এবার কংগ্রেস প্রার্থী হচ্ছেন মহম্মদ সইফুল্লা৷ আসানসোলের মুনমুন-বাবুলের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী বিশ্বরূপ মণ্ডল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =