হারিয়ে গিয়েছে আধার কার্ড? ৫ মিনিটেই সমাধান! কীভাবে? পড়ুন বিস্তারিত

হারিয়ে গিয়েছে আধার কার্ড? ৫ মিনিটেই সমাধান! কীভাবে? পড়ুন বিস্তারিত

কলকাতা: বর্তমান সময়ে ভারতের প্রতিটি নাগরিকের অবস্থা, ‘হয় আধার, নাহয় আঁধার’! ভারত সরকার প্রদত্ত এই সচিত্র পরিচয়পত্রের গুরুত্ব এখন অপরিসীম। ব্যাংক অ্যাকাউন্ট থেকে গাড়ির লাইসেন্স, ইন্স্যুরেন্স থেকে এলপিজি কানেকশন, সবকিছুতেই জরুরি আধার৷ কিন্তু এই অতি গুরুত্বপূর্ণ নথি নিয়ে ভারতবাসীর মনে যেন এখনও রয়ে গেছে বিভিন্ন বিষয়ে ধোঁয়াশা৷ তবে অনেক সমস্যার ‘মুশকিল আসান’ করতে কয়েকদিনের আধার সংক্রান্ত হেল্পলাইন নম্বর ১৯৪৭ চালু করতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই।

কিন্তু যদি এমনটা হয়, আপনার আধার কার্ড আপনি হাতে পেয়ে কোনোভাবে হারিয়েছেন, তাহলে সেক্ষেত্রে পুনরায় কার্ড কি মিলবে? হ্যাঁ মিলবে! কিন্তু কীভাবে? খুব সহজ পদ্ধতিতে ৫ মিনিটের মধ্যেই। দেখে নেওয়া যাক সেই পদ্ধতি:-

(১) প্রথমেই www.uidai.gov.in ওয়েবসাইটে ঢুকতে হবে আধার উপভোক্তাকে। (২) ওয়েবসাইট খুললে সেখানে ‘মাই আধার’ (My Adhaar) অপশনে ক্লিক করতে হবে। (৩) সেখানে মিলবে ‘ইআইডি’ (EID) বা ‘ইউআইডি’ (UID) নম্বর জানার অপশন। (৪) এই দুই অপশনের মধ্যে ‘ইউআইডি’ (UID) অপশনে ক্লিক করতে হবে। (৫) এবার নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে সম্পুর্ন নাম, মোবাইল নম্বর সহ ইমেল আইডি দিতে হবে। এবং ক্যাপচা কোড পূরণ করে ‘সেন্ড ওটিপি’ (Send OTP) অপশনে ক্লিক করতে হবে।  (৬) এবার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ‘ওটিপি’ (OTP) আসবে। (৭) এবার সেই ‘ওটিপি’ (OTP) দিয়ে ‘লগইন’ (Login) করলেই রেজিস্টার্ড ফোন নম্বরে চলে আসবে ‘ইআইডি’ অথবা ‘ইউআইডি’ নম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =