ভোটের প্রচারে সোশ্যাল মিডিয়ায় কত কোটি খরচ করছে বিজেপি?

নয়াদিল্লি: ডিজিটাল হয়েছে ইন্ডিয়া৷ মোদির হাত ধরে ডিজিটাল হয়েছে বিজেপিও৷ নমো অ্যাপ থেকে শুরু করে ডিজিটাল দুনিয়ায় সব থেকে বেশি এগিয়ে মোদি-শাহের বিজেপি৷ ভোটের বাজারে সেই ধারাকেই অটুট রাখল গেরুয়া শিবির৷ বৃহস্পতিবার গুগলের ইন্ডিয়া ট্রান্সপারেন্সি রিপোর্ট বলছে, ভোটের বাজারে সব থেকে বেশি টাকা খরচ করছে বিজেপি৷ ভোটের প্রচারের দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে সব থেকে বেশি

ভোটের প্রচারে সোশ্যাল মিডিয়ায় কত কোটি খরচ করছে বিজেপি?

নয়াদিল্লি: ডিজিটাল হয়েছে ইন্ডিয়া৷ মোদির হাত ধরে ডিজিটাল হয়েছে বিজেপিও৷ নমো অ্যাপ থেকে শুরু করে ডিজিটাল দুনিয়ায় সব থেকে বেশি এগিয়ে মোদি-শাহের বিজেপি৷ ভোটের বাজারে সেই ধারাকেই অটুট রাখল গেরুয়া শিবির৷

বৃহস্পতিবার গুগলের ইন্ডিয়া ট্রান্সপারেন্সি রিপোর্ট বলছে, ভোটের বাজারে সব থেকে বেশি টাকা খরচ করছে বিজেপি৷ ভোটের প্রচারের দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে সব থেকে বেশি খরচ করেছে বিজেপি৷ গত ১৯ ফেব্রুয়ারির পর গুগলে সে সব রাজনৈতিক দল বিজ্ঞাপন দিয়েছে, তার মধ্যে প্রথম গেরুয়া শিবির৷ জানা গিয়েছে,  ৫৫৪টি বিজ্ঞাপনের জন্য বিজেপি খরচ করেছে ১.২১ কোটি টাকা৷ সেই তুলনায় কংগ্রেসের খরচ অনের কম৷ কংগ্রেস খরচের পরিমাণ মাত্র ৫৪ হাজার টাকা৷ জগণ রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস ১০৭টি বিজ্ঞাপন দিয়েছে খরচ করেছে ১.০৪কোটি টাকা৷

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের পিছনে কোটি কোটি টাকা খরচ করছে বিজেপি ও মোদি সমর্থক সংগঠনগুলি। ৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ফেসবুকে ভারত কি মন কি বাত নামে একটি ফেসবুক পেজে খরচ করা হয়েছে ১২ কোটিরও বেশি টাকা।

তাতে প্রশ্ন মোদির কথা, জবাব পাওয়া যায়। মোট ১৫৫৬টি বিজ্ঞাপন দিয়েছে এই পেজ। এবছরের ২৭ জানুয়ারিতে চালু হওয়া এই পেজে ফলোয়ারের সংখ্যা ৩ লাখ। প্রতিটি বিজ্ঞাপনে খরচ হয়েছে গড় ৭৭০০ টাকা। ইন্ডিয়া টুডে জানাচ্ছে, নেশন উইথ নমো ফেসবুক পেজের ফলোয়ার ১১ লাখ। তারা গড়ে ৬ হাজার টাকা বিজ্ঞাপনপিছু খরচ করে মোট ৬৪ লাখ টাকা ইতিমধ্যেই দিয়েছে। তারা দিয়েছে ১০৭৪টি বিজ্ঞাপন। এর পরে রয়েছে মাইগভইন্ডিয়া। তারা খরচ করেছে ৩৪ লাখ। ১২৩টি বিজ্ঞাপন দিয়েছে তারা। বিজ্ঞাপনপিছু ২৭ হাজার খরচ করেছে তারা। এই পেজের ফলোয়ারের সংখ্যা ৩ লাখ ৭০ হাজার। নিউজ হান্ট নামে একটি খবরের অ্যাপ ১৬টি বিজ্ঞাপনে খরচ করেছে ৩৩ লাখ। বিজেপির পেজে দুটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৩ লাখ ৩০ হাজার করে। তবে সবথেকে বেশি যে নেতার বিজ্ঞাপনে খরচ করা হয়েছে, তিনি নবীন পট্টনায়েক। ৩২টি বিজ্ঞাপনে তাঁর পেজে খরচ করা হয়েছে ৮ লাখ ৬০ হাজার টাকা। অমিত শাহর পেজে বিজ্ঞাপনে খরচ করা হয়েছে ২ লাখের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + five =