ভোটের আগে বড় জয় পেলেন সিপিএম প্রার্থী রেজাউল করিম

কলকাতা: কলকাতা হাইকোর্ট বড় জয় পেলেন সিপিএম প্রার্থী রেজাউল করিম৷ কলকাতা হাইকোর্ট আজ সাফ জানিয়ে দেয়েছে, সিপিএম প্রার্থী রেজাউল করিমকে নিয়ে রাজ্যের আপত্তি গ্রহণ হবে না৷ নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভোটে লড়তে পবেন সিপিএম প্রার্থী রেজাউল৷ রেজাউল করিমের প্রার্থী হওয়া নিয়ে আপত্তি তোলেন রাজ্য? সরকারি চিকিৎসক-শিক্ষক রেজাউলবাবুর ইস্তফাও গ্রহণ করেনি সরকার৷ স্বাস্থ্য ভবনে বিবেচনাধীন রয়েছে৷

ভোটের আগে বড় জয় পেলেন সিপিএম প্রার্থী রেজাউল করিম

কলকাতা: কলকাতা হাইকোর্ট বড় জয় পেলেন সিপিএম প্রার্থী রেজাউল করিম৷ কলকাতা হাইকোর্ট আজ সাফ জানিয়ে দেয়েছে, সিপিএম প্রার্থী রেজাউল করিমকে নিয়ে রাজ্যের আপত্তি গ্রহণ হবে না৷ নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভোটে লড়তে পবেন সিপিএম প্রার্থী রেজাউল৷

রেজাউল করিমের প্রার্থী হওয়া নিয়ে আপত্তি তোলেন রাজ্য? সরকারি চিকিৎসক-শিক্ষক রেজাউলবাবুর ইস্তফাও গ্রহণ করেনি সরকার৷ স্বাস্থ্য ভবনে বিবেচনাধীন রয়েছে৷ ফলে, বাম প্রার্থীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে৷ ভোটে লড়তে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ৷ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আদালতের দরজায় যান বীরভূম কেন্দ্রের সিপিএম প্রার্থী রেজাউল করিম৷ জানান, বারংবার নিজের ইস্তফা দিলেও তা গ্রহণ হয়নি৷ উল্টে তাঁকে ভোটে লড়তে বাধা দেওয়া হয়৷ এই অভিযোগ তুলে আদালতে যান তিনি৷ আজ, আদালতের তরফে তাঁকে ভোটে লড়ার ছাড়পত্র দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =