মোদির কারণে মঞ্চ খালি তৃণমূলের! ঘাস ফুলের পরিবর্তে লাগল পদ্ম পতাকা

কোচবিহার: দীর্ঘ জট কাটিয়ে আবশেষে মোদির জন্য জায়গা ছাড়ল তৃণমূল৷ প্রশাসনের হস্তক্ষেপে কাটল কোচবিহারের রাসমেলার মাঠে প্রধানমন্ত্রীর সভার জট৷ ঘাস-ফুলের পতাকা খুলে লাগানো হল গেরুয়া নিশান৷ মোদির সভা ঘিরে জটিলতা তৈরি হওয়ার পর জরুরি ভিত্তিতে বৈঠকে বসে জেলা প্রশাসন৷ বৈঠকে সিদ্ধান্ত হয়, রাসমেলা মাঠে তৃণমূলের বাঁধা মাচার একাংশ খুলে ফেলা হবে৷ আলাদা করে মঞ্চ বাঁধবে

241fa65c3d74716ddf5ffcbfd23d757c

মোদির কারণে মঞ্চ খালি তৃণমূলের! ঘাস ফুলের পরিবর্তে লাগল পদ্ম পতাকা

কোচবিহার: দীর্ঘ জট কাটিয়ে আবশেষে মোদির জন্য জায়গা ছাড়ল তৃণমূল৷ প্রশাসনের হস্তক্ষেপে কাটল  কোচবিহারের রাসমেলার মাঠে প্রধানমন্ত্রীর সভার জট৷ ঘাস-ফুলের পতাকা খুলে লাগানো হল গেরুয়া নিশান৷

মোদির সভা ঘিরে জটিলতা তৈরি হওয়ার পর জরুরি ভিত্তিতে বৈঠকে বসে জেলা প্রশাসন৷ বৈঠকে সিদ্ধান্ত হয়, রাসমেলা মাঠে তৃণমূলের বাঁধা মাচার একাংশ খুলে ফেলা হবে৷ আলাদা করে মঞ্চ বাঁধবে বিজেপি৷ মুখ্যমন্ত্রীর মঞ্চ ও ডি জোন ঠিক রেখে বাকি অংশ খুলে ফেলা হবে৷ সেখানেই মোদির সভাস্থল প্রস্তুত করা হবে৷ প্রাশনের তরফে এহেন সিদ্ধান্ত নেওয়ার পর আজ বিকেলে কোচবিহারের রাসমেলার মঞ্চ খুলতে শুরু করে তৃণমূল৷ খোলা হয় মঞ্চের একাংশ৷ সরিয়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা৷

আগামী রবিবার মোদির সভা ঘিরে নতুন করে তৈরি হয় জটিলতা৷ কোচবিহারের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা৷ আগামী রবিবার যে মাঠে নরেন্দ্র মোদির সভা করবেন, তার পরের দিনই ওই মাঠেই সভা হবে মুখ্যমন্ত্রীর৷ আর তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়৷

মমতার সভা ঘিরে আগে থেকেই ওই মাঠে একটি মঞ্চ বাঁধে তৃণমূল৷ তা খোলার জন্য গতকাল জেলাশাসকের কাছে আবেদন করে বিজেপি। কিন্তু, আজ সকালে রাসমেলার ময়দানে তৃণমূলের পতাকা, ফেস্টুন দেখা যায়৷ তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর সভার জন্য আগে থেকেই তাদের অনুমতি নেওয়া রয়েছে। অন্যদিকে, মোদির সভার জন্য মঞ্চ খোলার না হলে বড়সড় কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়৷ এরপরই সমস্যা সমাধানে নামে প্রশাসন৷

অন্যদিকে, আগামী রবিবার কোচবিহারে সভার পর ফের ১৯ এপ্রিল উত্তরবঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানা গিয়েছে, ওই দিন বুনিয়াদপুরে সভা করবেন তিনি৷ কোনও কারণে তা না হলে পরদিন অর্থাৎ ২০ এপ্রিল হবে সভাটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *