এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ক্ষুব্ধ মমতার, দিলেন চিঠি

কলকাতা: এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি ‘পক্ষপাতে’র অভিযোগ তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দু’পুলিশ কমিশনার ও বাংলার চার জন পুলিশ কর্তাকে বদলির নির্দেশের বিরুদ্ধে কমিশনকে কড়া চিঠি মমতার৷ শুক্রবার রাতে মুখ্য সচিবকে চিঠি দিয়ে কমিশনের তরফে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন৷ কমিশনের সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লেখেন মমতা৷ বলেন,

0509d5e8af1a6ea7b4a93cd35929ddb3

এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ক্ষুব্ধ মমতার, দিলেন চিঠি

কলকাতা: এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি ‘পক্ষপাতে’র অভিযোগ তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দু’পুলিশ কমিশনার ও বাংলার চার জন পুলিশ কর্তাকে বদলির নির্দেশের বিরুদ্ধে কমিশনকে কড়া চিঠি মমতার৷

শুক্রবার রাতে মুখ্য সচিবকে চিঠি দিয়ে কমিশনের তরফে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন৷ কমিশনের সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লেখেন মমতা৷ বলেন, ‘‘কমিশনের এই সিদ্ধান্ত খামখেয়ালি শুধু না, উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট। বিজেপি-র পক্ষ নিয়ে যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে৷’’ মুখ্যমন্ত্রীর এই চিঠি ঘিরে ভোটের বাজারে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷

এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ক্ষুব্ধ মমতার, দিলেন চিঠিবিজ্ঞপ্তি জারি করে প্রথম দফার ভোটের মুখেই কলকাতা পুলিশে বড় রদবদল করে নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা ও বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকে সরিয়ে দেওয়া হয়৷

কমিশন নির্দেশ দেয়, অপসারিত এই পুলিশ অফিসারদের ভোটের কোনও কাজে যুক্ত করা যাবে না। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এডিজি রাজেশ কুমার কলকাতা পুলিশের নতুন কমিশনার হচ্ছেন। এন রমেশ বাবু হচ্ছেন বিধাননগরের কমিশনার। বীরভূমের এসপি শ্যাম সিং এবং ডায়মন্ড হারবার পুলিশ সুপার এস সেলভি মুরুগানকেও সরিয়ে দেওয়া হয়েছে। বীরভূমের নতুন পুলিশ সুপার হচ্ছেন আভান্যু রবীন্দ্রনাথ এবং ডায়মন্ড হারবারের নতুন পুলিশ সুপার হচ্ছেন শ্রীহরি পান্ডে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *