কলকাতা: ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের উত্তাপ৷ এবার শাসক তৃণমূলের রক্তচাপ বাড়িয়ে ‘হাটে হাঁড়ি’ ভাঙার হুঁশিয়ারি ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের৷
শনিবার তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে ভারতী ঘোষের দাবি, ‘‘জেলা পুলিশ সুপার ছিলাম৷ তাই সমস্ত দুর্নীতি নখদর্পণে৷ সময় এলেই হাটে হাঁড়ি ভেঙে দেব৷ এবার শুধু অপেক্ষা করুন৷’’ বিজেপি প্রার্থী দাবি, ‘‘তৃণমূল শিবির ভয় পেয়েছে৷ কারণ, যারা চুরি করে, দুর্নীতি করে, তারাই সবসময় ভয় পায়৷’’
কিন্তু, হঠাৎ কেন এই মন্তব্য? জানা গিয়েছে, শুক্রবার তৃণমূল প্রার্থী দেবের প্রচারসভা থেকে ভারতী ঘোষকে তীব্র আক্রমণ করেন পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি৷ বলেন, ‘‘তথ্যপ্রমাণ লোপাট করাই ভারতী ঘোষের একমাত্র উদ্দেশ্য৷ দুর্নীতির সঙ্গে যুক্ত৷’’ এই মন্তব্যের একদিনের মধ্যেই পাল্টা জবাব দিলেন ভারতী৷ ভোটের মুখে দাঁড়িয়ে আদৌ কোনও হাঁড়ি ভারতী ভাঙতে পারেন কি না, সেটাই এখন দেখার৷ যদিও, এই ভারতীর বিরুদ্ধে গুচ্ছ মামলা ঝুলছে৷
গত বছর ফেব্রুয়ারি মাসে সেখানে তল্লাশি চালিয়ে প্রায় নগদ ২ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে সিআইডি। সেই সঙ্গে গয়না ও কয়েকটি মোবাইল ফোন। তা ছাড়া তল্লাশি চলে ভারতীর নাকতলার ফ্ল্যাটেও। সব মিলিয়ে নগদ টাকার পরিমাণ ৪ কোটিরও বেশি। সিআইডি বেআইনি ভাবে তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগও করেন ভারতী। এই নিয়ে মামলাও চলছে৷