‘মুসলিম লিগের সঙ্গে আঁতাত করেছে কংগ্রেস’

হোজাই: কংগ্রেস মুসলিম লিগের সঙ্গে ‘অশুভ আঁতাত’ করেছে বলে শনিবার মধ্য অসমের এক নির্বাচনী প্রচারে এই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উত্তরপ্রদেশে থেকে পালিয়ে বৃহস্পতিবার কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন। যখন তিনি মনোনয়ন জমা দিচ্ছিলেন, সেখানে তখন শুধুই মুসলিম লিগের সবুজ পতাকা ছিল। কোথাও তেরঙ্গা

2a759eca5f8be76a0f37938455fb5940

‘মুসলিম লিগের সঙ্গে আঁতাত করেছে কংগ্রেস’

হোজাই: কংগ্রেস মুসলিম লিগের সঙ্গে ‘অশুভ আঁতাত’ করেছে বলে শনিবার মধ্য অসমের এক নির্বাচনী প্রচারে এই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তিনি বলেছেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উত্তরপ্রদেশে থেকে পালিয়ে বৃহস্পতিবার কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন। যখন তিনি মনোনয়ন জমা দিচ্ছিলেন, সেখানে তখন শুধুই মুসলিম লিগের সবুজ পতাকা ছিল। কোথাও তেরঙ্গা পতাকা বা কংগ্রেসের হাত প্রতীক চোখে পড়েনি। সকলেই জানেন, আমাদের দেশ ভাগের জন্য দায়ী মুসলিম লিগ। সেই সময় লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছেন। কংগ্রেস এখন সেই দলের সঙ্গে হাত মিলিয়েছে। যোগী বলেছেন, অসমেও কংগ্রেস বদরুদ্দিন আজমলের এআইইউডিএফের সঙ্গে জোট করেছে। যারা অসমে একাধিক সমস্যার জন্য দায়ী। দু’টি রাজ্যে এই দুই দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে কংগ্রেস জাতীয় নিরাপত্তার সঙ্গেই সমঝোতা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *