‘এবার মোদিকে প্রধানমন্ত্রী করবে না বিজেপি’

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে বিজেপি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসার সম্ভবনা আছে বলে মেনে নিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ কিন্তু নরেন্দ্র মোদিকে আরও একবার প্রধানমন্ত্রী পদে বসানোর মতো সংখ্যা গোরিষ্ঠতা বিজেপি পাবে না বলে তিনি মনে করেন৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এনসিপি প্রধান বলেন, বিজেপি একক সংখ্যাগোরিষ্ঠতা পাবে না৷ মানে ওরা একার ক্ষমতায় সরকার গড়তে পারবে

1ca1d7d707ea931e3abc6559e83a5aaa

‘এবার মোদিকে প্রধানমন্ত্রী করবে না বিজেপি’

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে বিজেপি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসার সম্ভবনা আছে বলে মেনে নিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ কিন্তু নরেন্দ্র মোদিকে আরও একবার প্রধানমন্ত্রী পদে বসানোর মতো সংখ্যা গোরিষ্ঠতা বিজেপি পাবে না বলে তিনি মনে করেন৷

সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এনসিপি প্রধান বলেন, বিজেপি একক সংখ্যাগোরিষ্ঠতা পাবে না৷ মানে ওরা একার ক্ষমতায় সরকার গড়তে পারবে না। সেক্ষেত্রে অন্যদের সমর্থন নিয়ে সরকার গড়তে পারে বিজেপি। তখন কয়েকটি দল বিজেপিকে সমর্থন করতে রাজি হলেও তারা প্রধানমন্ত্রী হিসেবে অন্য কাউকে চাইবে। তিনি বলেন, গোটা দেশ বিশেষ করে, গ্রামীণ ভারত মোদিকে পরাস্ত করতে প্রস্তুত। গ্রামের মানুষ মোদী সরকারের কাজকর্মে অখুশি৷ সম্প্রতি, মহারাষ্ট্রে সভা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এনসিপি দলে পাওয়ার পরিবারের দাপট চলছে। অন্য নেতাদের সরিয়ে পাওয়ার পরিবারের সদস্যদের এগিয়ে দেওয়া হচ্ছে। তাঁর আরও অভিযোগ, দলের রাশ শরদ পাওয়ারের থেকে নিজের হাতে নিয়ে নিয়েছেন তাঁর ভাইপো। এ প্রসঙ্গে শরদ-কন্যা সুপ্রিয়া সুলে বলেন, আমি  পরিবারকে ভালবাসি। কিন্তু এই দলটি কোনও একটি পরিবার তৈরি করেনি। হাজার হাজার কর্মীর রক্ত-ঘাম দিয়ে এই দল তৈরি হয়েছে। সেটা আমাদের সবার মনে আছে আর তাই অযথা আলোচনার জন্য সময় নষ্ট করে লাভ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *