‘এবার নেপাল-শ্রীলঙ্কায় বিজেপি সরকার গড়বে আমিত শাহ’, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

‘এবার নেপাল-শ্রীলঙ্কায় বিজেপি সরকার গড়বে আমিত শাহ’, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

আগরতলা:  ভারতের গণ্ডি পেরিয়ে এবার প্রতিবেশি দেশের মাটিতেও বিজেপি সরকার গড়বেন অমিত শাহ৷ গেরুয়া সরকার গড়ে উঠবে নেপাল ও শ্রীলঙ্কায়৷ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উঠেছে বিতর্কের ঝড়৷ 

আরও পড়ুন-  আত্মনির্ভর ভারত! এবার গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে দেশীয় মানচিত্র

শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দলীয় সমর্থকদের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এমনই বেফাঁস মন্তব্য করেন তিনি৷ বিল্পব কুমার দেব বলেন, রাজ্যে এসে অমিত শাহ বলে গিয়েছেন ভারতের সীমান্ত পেরিয়েও বিজেপি’র সাম্রাজ্য বিস্তার হবে৷ নেপাল ও শ্রীলঙ্কায় সরকার গঠনের পরিকল্পনা রয়েছে বিজেপি’র৷ তিনি বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন আমাদের দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন সেই সময় ত্রিপুরায় এসে তিনি বলেছিলেন, ভারতে প্রতিটি রাজ্যে পদ্ম ফোটানোর পর প্রতিবেশি দেশেও বিজেপি সরকার গঠিত হবে৷’’

মুখ্যমন্ত্রী আরও জানান, ২০১৮ সালে দল যখন রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেই সময় এই কথোপোকথন হয়েছিল৷ তিনি আরও বলেন, ‘‘গেস্টহাউজে বসে আমরা কথা বলছিলাম৷ সেই সময় অজয় জামোয়াল (বিজেপি’র নর্থ-ইস্ট জোনাল সেক্রেটারি) বলেছিলেন বিজেপি একাধিক রাজ্যে সরকার গড়বে৷ তার জবাবে অমিত শাহ বলেছিলেন, এবার শ্রীলঙ্কা আর নেপালে বাকি রয়েছে৷ সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে৷ সেখানে জিতে আমরা সরকার গড়ব৷’’ সেই সঙ্গে তাঁর দাবি, পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে পরাজিত হবে তৃণমূল সরকার৷ 

আরও পড়ুন- বাড়ি বিক্রি করে জুগিয়েছেন নাতনির পড়ার খরচ, অটোয়-বন্দি শেষ জীবন!

বিপ্লব দেব বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে শাসন করেছে কমিউনিস্টরা৷ এই মুহূর্তে বিজেপি বিশ্বের বৃহত্তম দল৷ এবার নেপাল ও শ্রীলঙ্কারর দিকে নজর দেওয়া হচ্ছে৷ তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় তুলেছে৷ তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন বাম সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ তিনি বলেন, এই মন্তব্য বিদেশনীতির উপর হস্তক্ষেপ৷ তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও৷ দলের সহ সভাপতি তাপস দাসের কথায়, ভারত কোনো দিনই বিস্তারবাদে বিশ্বাসী নয়। কিন্তু দুর্ভাগ্যবশত ত্রিপুরার মু়খ্যমন্ত্রী সাম্রাজ্যবাদী মানসিকতার পরিচয় দিলেন। নেপাল ও শ্রীলংকা ভারতের দুটি সার্বভৌম প্রতিবেশি দেশ। কোনওভাবেই তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যায় না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =