ভোট লুঠের ছক ভেস্তে গেল বলেই কি ক্ষুব্ধ মমতা? প্রশ্ন দিলীপের

কলকাতা: রাজ্যের চার আইপিএস অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷ এই ঘটনায় কমিশনকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার এ নিয়ে মমতাকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বলেন, এ তো সবে শুরু হল৷ এরকম আরও অনেককে বদলি করা হবে৷ মুখ্যমন্ত্রী এত রাগ করছেন কেন? তিনি কি পুলিশকে ব্যবহার করে ভোট লুঠ করার পরিকল্পনা করেছিলেন?

375706c6304398de5341178273e1073f

ভোট লুঠের ছক ভেস্তে গেল বলেই কি ক্ষুব্ধ মমতা? প্রশ্ন দিলীপের

কলকাতা: রাজ্যের চার আইপিএস অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷ এই ঘটনায় কমিশনকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার এ নিয়ে মমতাকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বলেন, এ তো সবে শুরু হল৷ এরকম আরও অনেককে বদলি করা হবে৷ মুখ্যমন্ত্রী এত রাগ করছেন কেন? তিনি কি পুলিশকে ব্যবহার করে ভোট লুঠ করার পরিকল্পনা করেছিলেন? সেটা ব্যর্থ হয়েছে বলেই কি মুখ্যমন্ত্রী রেগে গিয়েছেন। দিলীপ মনে করেন, রাজ্যের বেশিরভাগ প্রবীণ পুলিশকর্তাই তৃণমূলের হয়ে কাজ করছেন৷

দিনদু’য়েক আগে কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা সহ রাজ্য পুলিশের আরও তিন উচ্চমর্যাদাসম্পন্ন অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এই চার অফিসার রাজ্য সরকারের নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বই গ্রহণ করতে পারবেন না। দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের এডিজি ডক্টর রাজেশ কুমার হন কলকাতা পুলিশের নতুন কমিশনার। বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হলেন নটরাজন রমেশ বাবু। বিধাননগরের এয়ারপোর্ট শাখার ডিসি অবন্নু রবীন্দ্রনাথ হলেন বীরভূমের সুপারিনটেনডেন্ট অব পুলিশ। ডায়মন্ড হারবারের সুপারিনটেনডেন্ট অব পুলিশ হলেন শ্রীহরি পান্ডে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী । চিঠি লিখে তিনি দাবি করে কমিশনকে খুশি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেও প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তখন মমতা বলেছিলেন ভোট মিটলেই সকলকে নিজেদের পুরনো দায়িত্বে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সেটাই হয়েছিল। ওই তালিকায় পশ্চিম মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ থেকে শুরু করে আরও কয়েকজন ছিলেন। এবার বিজেপির তরফ থেকে ভোটেও লড়ছেন ভারতী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *