বাংলার সব অফিসার আমাদের: মমতা

কলকাতা: রাজ্য পুলিশের বেশ কয়েকজন শীর্ষকর্তাদের বদলি করছে নির্বচন কমিশন৷ কমিশনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার, কোচবিহারের ময়নাগুড়ি থেকে ফের কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তৃণমূল সুপ্রিমোর৷ বাংলার সব অফিসার ‘আমাদের’ বলেও সাফ জানিয়ে দেন মমতা৷ প্রথম দফার নির্বাচনের আগে উত্তরবঙ্গে পঞ্চম জনসভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘ভাবছেন, দু’তিন জন অফিসারকে সরিয়ে ভোটে

aa6a5de36dae5ec58ab67d2538338125

বাংলার সব অফিসার আমাদের: মমতা

কলকাতা: রাজ্য পুলিশের বেশ কয়েকজন শীর্ষকর্তাদের বদলি করছে নির্বচন কমিশন৷ কমিশনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার, কোচবিহারের ময়নাগুড়ি থেকে ফের কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তৃণমূল সুপ্রিমোর৷ বাংলার সব অফিসার ‘আমাদের’ বলেও সাফ জানিয়ে দেন মমতা৷

প্রথম দফার নির্বাচনের আগে উত্তরবঙ্গে পঞ্চম জনসভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘ভাবছেন, দু’তিন জন অফিসারকে সরিয়ে ভোটে জিতবেন? সেগুরে বালি৷ মনে রাখবেন, বাংলার সব অফিসার আমাদের৷ এতই যদি হয়, আপনি নির্বাচন কমিশনারকে সরিয়ে দেখান৷ তৃণমূল কাউকে ভয় পাই না৷ কারণা, তৃণমূল মানুষের জন্য কাজ করে৷’’

এদিন কোচবিহারে নরেন্দ্র মোদির একের পর এক মন্তব্যের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘‘অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি৷ কিন্তু এমন নির্লজ্জ মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আগে কখনও দেখিনি৷ এমন প্রধানমন্ত্রী দেশের লজ্জা৷’’ মোদির তোলা সারদা-নারদা ইস্যুতেও মুকুল রায়ের নাম না করে মোদিকে আক্রমণ করেন মমতা৷ বললেন, ‘‘সারদা-নারদা কাণ্ডের মূল অভিযুক্তকে পাশে বসিয়ে মিটিং করছেন৷ আর মুখে বড়বড় কথা বলছেন? তৃণমূল কোরা টাকায় চলে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *