নয়াদিল্লি: কৃষক আন্দোলনের সপক্ষে নির্মিত টুলকিট ও তার জেরে বেঙ্গালুরুর তরুণী দিশা রবির গ্রেফতারি নিয়ে জারি তরজা। বিতর্কিত টুলকিটটি শেয়ার করেছিলেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তারপর থেকেই ওঠে বিতর্কের ঝড়। এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই এদিন বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি মন্ত্রী পি সি মোহন।
আজমল কাসভ এবং বুরহান ওয়ানির মতোই একজন সন্ত্রাসবাদী দিশা রবি, এদিন এমনটাই দাবি করেছেন কর্ণাটকের মন্ত্রী পি সি মোহন। তাঁর মতে খালিস্তানি সমর্থকদের সঙ্গে যোগাযোগ করে ওই তরুণী ভারতের ভাবমূর্তিকে কলুষিত করতে চাইছিলেন। তাই ২২ বছর বয়সী তরুণীর বয়স দিয়ে অপরাধকে বিবেচনা না করার পরামর্শই দিয়েছেন পি সি মোহন।
নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে এদিন পি সি মোহন বলেন, “বুরহান ওয়ানির বয়স ছিল মাত্র ২১,আজমল কাসভ ছিলেন ২২ বছরের। বয়সটা শুধুই একটা সংখ্যা, কেউই আইনের উর্দ্ধে নয়। অপরাধ অপরাধই।” আইন তার পথেই চলবে বলেও জানান কর্ণাটক মন্ত্রী। বস্তুত, গতকালই একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দিল্লি পুলিশ জানায়, দিশা রবি মুম্বাইয়ের আইনজীবী নিকিতা জেকব এবং পুণের ইঞ্জিনিয়ার শান্তনুর সঙ্গে মিলিতভাবে তৈরি করেছেন ওই টুলকিট। শুধু তাই নয়, ওই টুলকিট দিশা রবি সুইডেনের তরুণ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকেও পাঠিয়ে দেন এবং তাঁকে তা শেয়ার করতে বলেন বলে অভিযোগ।
দিল্লি পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার প্রেম নাথ বলেন, দিশা রবি ওই বিতর্কিত টুলকিট শেয়ার করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন এবং পরে তা ডিলিট করে দেন। “ভারতের ভাবমূর্তিকে কলুষিত করার উদ্দেশ্যেই এই টুলকিট তৈরি করা হয়েছিল”, বলেন তিনি। নিকিতা এবং শান্তনুকেও গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, দিশা রবির গ্রেফতারির পর থেকেই এর বিরুদ্ধে সরব হয় বিরোধী দলগুলি। কংগ্রেস থেকে শুরু করে আন্দোলনরত কৃষক সংগঠন, সকলেই তরুণীর পাশে দাঁড়ান এবং গ্রেফতারির সমালোচনা করেন। দিশা রবির মুক্তির দাবিও তোলা হয়। কিন্তু এ প্রসঙ্গে অনড় দিল্লি পুলিশ।