বিজেপির ইস্তেহার: অন্যদের সঙ্গে বিজেপিকে গোলাবেন না, দাবি সুসমা স্বরাজের

নয়াদিল্লি: প্রথম দফার লোকসভা নির্বাচনের মুখে আজ ইস্তেহার প্রকাশ করল বিজেপি৷ ‘সংকল্প পত্র’ নামের এই ইস্তেহার প্রকাশ করা হয়৷ ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি অমিত শাহ-সহ গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব৷ এদিন ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে সুসমা স্বরাজ বলেন, ‘‘অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সংকল্প পত্র গুলিয়ে ফেলবেন না৷ কারণ, বিরোধীরা তাঁদের ঘোষণাপত্র

বিজেপির ইস্তেহার: অন্যদের সঙ্গে বিজেপিকে গোলাবেন না, দাবি সুসমা স্বরাজের

নয়াদিল্লি: প্রথম দফার লোকসভা নির্বাচনের মুখে আজ ইস্তেহার প্রকাশ করল বিজেপি৷ ‘সংকল্প পত্র’ নামের এই ইস্তেহার প্রকাশ করা হয়৷ ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি অমিত শাহ-সহ গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব৷

এদিন ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে সুসমা স্বরাজ বলেন, ‘‘অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সংকল্প পত্র গুলিয়ে ফেলবেন না৷ কারণ, বিরোধীরা তাঁদের ঘোষণাপত্র প্রকাশ করেছে৷ কিন্তু, বিজেপি তাঁর সংকল্প নিয়ে দেশের সুরক্ষায় নেমেছে৷’’  এদিন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিদেশিরা কীভাবে ভারতকে দেখে, তারও নিয়েও মোদির প্রশংসা করেন সুসমা৷ বলেন, ‘‘আজ দেশ এগিয়ে যাচ্ছে৷ এই ধারাকে আমাদের রক্ষা করতে হবে৷’’

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ‘‘২০১৪ সালে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি আমার পূরণ করতে পেরেছি৷’’ ইস্তাহার প্রকাশ অনুষ্ঠান থেকে কংগ্রেসকে আক্রমণ করেন জেটলি৷ বলেন, ‘‘এতদিন দেশে আর্থিক নীতি ছিল না৷ আমরা এসে ভারতে বিশ্বের দ্রুততম অর্থনীতিতে পরিণত করেছি৷ আমাদের সময়ে দেশের মূদ্রস্ফিতি সব থেকে কম৷ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এসেছে৷ ভারত এখন বিশ্ব অর্থনীতির সঙ্গে পাল্লা দিচ্ছে৷ আমরা আজ এই সংকল্পের মাধ্যমে সেই ধারাকে আরাও বৃদ্ধি করতে চাই৷’’

এদিন রাজনাথ সিং বলেন, ‘‘আমরা এই সংকল্প পত্রের মাধ্যমে নতুন ভারত গঠন করতে চলেছি৷ আমরা, দেশকে নতুন মাত্রায় পৌঁছে দিতে চলেছি৷ দেশের সমস্ত রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয়৷ কিন্তু, আমরা চেয়েছি, দেশের জনতার জন্য ঠিক কোন কোন কাজ আমাদের করতেই হবে, তা আমরা সংকল্পের মাধ্যমে তুলে ধরেছি৷’’ বলেন, ‘‘আমরা ক্ষমতায় এলে NRC বিল সংসদে পাস করিয়ে গোটা দেশজুড়ে এই ব্যবস্থা চালু করব৷ এটাই আমাদের সংকল্প৷’’ এদিন ব্যবসায়ীদের জন্য নতুন নীতি কমিটি গঠন করার কথাও জানান রাজনাথ৷ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন চালুর আশ্বাসও দেনে রাজনাথ৷ জানান, বিজেপি ক্ষমতায় এলে রেলের সমস্ত অসম্পূর্ণ কাজ পূর্ণ করেই ছাড়বে৷

এদিন অমিত শাহ বলেন, ‘‘আজ আমাদের সরকারের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি৷ এটাই আমাদের সাফল্য৷ দেশের সুরক্ষা, কৃষকের সমস্যা সমাধান আমরা সফল ভাবে করেছি৷ গত পাঁচ বছরে আমরা সফল ভাবে সরকার চালিয়েছি৷ দেশের প্রতিটি মানুষের কাছে আমরা কোনও না কোনও পরিষেবা পৌঁছে দিয়েছি৷ বিশ্বে, প্রথম ছ’কোটি মানুষের পরামর্শ নিয়ে আজ বিজেপি ইস্তেহার প্রকাশ করছে৷’’

এবার নির্বাচনী প্রতিশ্রুতির পরিবর্তে ইস্তেহারকে ‘সংকল্প পত্র’ বলে চালানোর চেষ্টা শুরু করেছে বিজেপি৷ আজ, এই বিজেপির সংকল্প পত্রে কী কী থাকবে, সেটাই এখন দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − four =